নোয়াখালী ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের পিঁড়িতে মৌনি, ভাইরাল হলুদ সন্ধ্যার ভিডিও

ডিজিটাল নোয়াখালী ডেস্ক :
  • আপডেট সময় ১০:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • / ১৫৩৮ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী মৌনি রায় গাঁটছড়া বাঁধবেন বৃহস্পতিবার। সাত পাকে বাঁধা পড়বেন প্রেমিক সুরজ নামবিয়ার সঙ্গে। আজ ছিল মৌনির গায়ে হলুদ।

অভিনেত্রীর ফ্যান পেজ ও বন্ধুরা শেয়ার করলেন মৌনি-সুরজ জুটির গায়ে হলুদের ছবি। কিছু ছবি ও ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেখানে দেখা যাচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠানে সাদা শাড়ি ও সাদা ফুলের গহনা পরেছেন মৌনি। গলায় ভারী কানের দুল আর মাথায় মাঙ্গটিকা। হলুদ সোফায় বসে মেহেদি আর্টিস্টের কাছ থেকে হাত রাঙাচ্ছেন তিনি। বর সুরজও মিল করে পরেছেন সাদা সব পোশাক।

নিজেদের প্রেম বা বিয়ে নিয়ে কখনো কথা বলেননি মৌনি। তবে চলতি সপ্তাহে যখন পাপারাতজিরা ‘শুভেচ্ছা’ জানায় মৌনিকে, তখন তাকে হেঁসে ঘাড় নাড়তে দেখা যায়।

মৌনির প্রেমিক সুরজ দুবাইয়ের ব্যাংক ব্যবসায়ী। সঙ্গে রিয়েল এস্টেটের ব্যবসাও রয়েছে তার। ব্যাঙ্গালুরুর ছেলে সুরজ। ২০২০ সালে করোনাকালে দুবাইতে দেখা মৌনি-সুরজের। সেই থেকে দুজন জমিয়ে প্রেম করছেন। প্রায় দুই বছরের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন এ জুটি।

নিউজটি শেয়ার করুন

বিয়ের পিঁড়িতে মৌনি, ভাইরাল হলুদ সন্ধ্যার ভিডিও

আপডেট সময় ১০:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২

বলিউড অভিনেত্রী মৌনি রায় গাঁটছড়া বাঁধবেন বৃহস্পতিবার। সাত পাকে বাঁধা পড়বেন প্রেমিক সুরজ নামবিয়ার সঙ্গে। আজ ছিল মৌনির গায়ে হলুদ।

অভিনেত্রীর ফ্যান পেজ ও বন্ধুরা শেয়ার করলেন মৌনি-সুরজ জুটির গায়ে হলুদের ছবি। কিছু ছবি ও ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেখানে দেখা যাচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠানে সাদা শাড়ি ও সাদা ফুলের গহনা পরেছেন মৌনি। গলায় ভারী কানের দুল আর মাথায় মাঙ্গটিকা। হলুদ সোফায় বসে মেহেদি আর্টিস্টের কাছ থেকে হাত রাঙাচ্ছেন তিনি। বর সুরজও মিল করে পরেছেন সাদা সব পোশাক।

নিজেদের প্রেম বা বিয়ে নিয়ে কখনো কথা বলেননি মৌনি। তবে চলতি সপ্তাহে যখন পাপারাতজিরা ‘শুভেচ্ছা’ জানায় মৌনিকে, তখন তাকে হেঁসে ঘাড় নাড়তে দেখা যায়।

মৌনির প্রেমিক সুরজ দুবাইয়ের ব্যাংক ব্যবসায়ী। সঙ্গে রিয়েল এস্টেটের ব্যবসাও রয়েছে তার। ব্যাঙ্গালুরুর ছেলে সুরজ। ২০২০ সালে করোনাকালে দুবাইতে দেখা মৌনি-সুরজের। সেই থেকে দুজন জমিয়ে প্রেম করছেন। প্রায় দুই বছরের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন এ জুটি।