নোয়াখালী ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে হতাশায় নোয়াখালীর এক প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:৩৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ১২৫১ বার পড়া হয়েছে

প্রবাসী আবদুল হক।

সৌদি আরবের জেদ্দায় কাজ না পেয়ে আবদুল হক (৫৪) নামে হতাশাগ্রস্ত এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি নোয়াখালী কোম্পানীগঞ্জ ‍উপজেলায়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে জেদ্দা শহরের বাসায় হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আবদুল হক কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজ মাঝির বাড়ির মো. মোস্তফার ছেলে। তিনি তিন ছেলে-মেয়ের জনক ছিলেন।

সৌদি আররে থাকা নিহতের মেয়ের জামাই সাইফ আল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সৌদিতে কাজের সংকট, কাজ করেও নিয়মিত বেতন না পাওয়া এবং পারিবারিক নানা দুশ্চিন্তায় ভুগছিলেন আমার শ্বশুর। বৃহস্পতিবার ভোরে বাসায় অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

সাইফ আল হাসান আরও বলেন, আমার শ্বশুর প্রায় ২৫ বছর প্রবাসে আছেন। চার বছর তিনি সৌদি আরবে অবস্থান করছিলেন। তার ইচ্ছে ছিল আরও কিছুদিন কাজ করে দেশে ফিরে যাবেন। কিন্তু জীবিত ফিরতে পারলেন না।

নিহতের আত্মীয় নুর মোহাম্মদ বলেন, আবদুল হকের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি আবদুল হকের মৃত্যুর খবর শুনেছি। মরদেহ দেশে আনার বিষয়ে পরিবার আবেদন করলে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে হতাশায় নোয়াখালীর এক প্রবাসীর মৃত্যু

আপডেট সময় ০৪:৩৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

সৌদি আরবের জেদ্দায় কাজ না পেয়ে আবদুল হক (৫৪) নামে হতাশাগ্রস্ত এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি নোয়াখালী কোম্পানীগঞ্জ ‍উপজেলায়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে জেদ্দা শহরের বাসায় হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আবদুল হক কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজ মাঝির বাড়ির মো. মোস্তফার ছেলে। তিনি তিন ছেলে-মেয়ের জনক ছিলেন।

সৌদি আররে থাকা নিহতের মেয়ের জামাই সাইফ আল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সৌদিতে কাজের সংকট, কাজ করেও নিয়মিত বেতন না পাওয়া এবং পারিবারিক নানা দুশ্চিন্তায় ভুগছিলেন আমার শ্বশুর। বৃহস্পতিবার ভোরে বাসায় অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

সাইফ আল হাসান আরও বলেন, আমার শ্বশুর প্রায় ২৫ বছর প্রবাসে আছেন। চার বছর তিনি সৌদি আরবে অবস্থান করছিলেন। তার ইচ্ছে ছিল আরও কিছুদিন কাজ করে দেশে ফিরে যাবেন। কিন্তু জীবিত ফিরতে পারলেন না।

নিহতের আত্মীয় নুর মোহাম্মদ বলেন, আবদুল হকের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি আবদুল হকের মৃত্যুর খবর শুনেছি। মরদেহ দেশে আনার বিষয়ে পরিবার আবেদন করলে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।