নোয়াখালী ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেগমগঞ্জ

ঝোপে মিললো আগ্নেয়াস্ত্র, বহনকারীকে খুঁজছে র‍্যাব

বেগমগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় ১১:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ১২৬২ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে সড়কের পাশে ঝোপ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর বহনকারীকে খুঁজছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

শনিবার (১৭ জানুয়ারি) ভোরে আলাইয়ারপুর ইউনিয়েনের ৫ নম্বর ওয়ার্ডের রমনীরহাট থেকে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার সড়কের পাশে অবস্থিত জমির পাশে
ঝোপের মধ্য থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাব সদস্যরা গিয়ে পরিত্যক্ত অবস্থায় ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করেছে। আমরা এ অস্ত্র বহনকারীকে খুঁজে বের করার চেষ্টা করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা জন্য অস্ত্রটি বেগমগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অব্যাহত আছে বলেও জানান র‍্যাব-১১ এর ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

বেগমগঞ্জ

ঝোপে মিললো আগ্নেয়াস্ত্র, বহনকারীকে খুঁজছে র‍্যাব

আপডেট সময় ১১:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে সড়কের পাশে ঝোপ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর বহনকারীকে খুঁজছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

শনিবার (১৭ জানুয়ারি) ভোরে আলাইয়ারপুর ইউনিয়েনের ৫ নম্বর ওয়ার্ডের রমনীরহাট থেকে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার সড়কের পাশে অবস্থিত জমির পাশে
ঝোপের মধ্য থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাব সদস্যরা গিয়ে পরিত্যক্ত অবস্থায় ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করেছে। আমরা এ অস্ত্র বহনকারীকে খুঁজে বের করার চেষ্টা করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা জন্য অস্ত্রটি বেগমগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অব্যাহত আছে বলেও জানান র‍্যাব-১১ এর ওই কর্মকর্তা।