নোয়াখালী ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেগমগঞ্জ

নিখোঁজের ৯ দিন পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বেগমগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় ০৮:১৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ১২৬২ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ৯ দিন পর বাড়ির পাশে ডোবা থেকে আরিক হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরিক হোসেন কোটরা মহব্বতপুর গ্রামের বাসিন্দা। তিনি অবিবাহিত ছিলেন। পরিবারের দাবি, আরিক হোসেন মানসিকভাবে অসুস্থ ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৭ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আরিক হোসেন। এ ঘটনায় ওই দিনই তার ভাই থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান মেলেনি।

পরে আজ (শুক্রবার) দুপুরে ডোবার পানিতে মরদেহ ভেসতে দেখে আরিকের পরিবারের সদস্যদের খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা গিয়ে লাশটি শনাক্ত করে পুলিশে খবর দেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, কয়েকদিন আগে মারা যাওয়ায় অনেকটা পচে গেছে। তবুও মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বেগমগঞ্জ

নিখোঁজের ৯ দিন পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:১৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ৯ দিন পর বাড়ির পাশে ডোবা থেকে আরিক হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরিক হোসেন কোটরা মহব্বতপুর গ্রামের বাসিন্দা। তিনি অবিবাহিত ছিলেন। পরিবারের দাবি, আরিক হোসেন মানসিকভাবে অসুস্থ ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৭ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আরিক হোসেন। এ ঘটনায় ওই দিনই তার ভাই থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান মেলেনি।

পরে আজ (শুক্রবার) দুপুরে ডোবার পানিতে মরদেহ ভেসতে দেখে আরিকের পরিবারের সদস্যদের খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা গিয়ে লাশটি শনাক্ত করে পুলিশে খবর দেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, কয়েকদিন আগে মারা যাওয়ায় অনেকটা পচে গেছে। তবুও মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।