নোয়াখালী ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার হাত ধরেই এ দেশে গণতন্ত্র এসেছে: ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ১২৫৯ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই এ দেশে গণতন্ত্র এসেছে বলে মন্তব্য করেছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফখরুল ইসলাম।

রোববার (৩০ নভেম্বর) রাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকাস্থ নোয়াখালী-৫ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মো. ফখরুল ইসলাম বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে দেশদ্রোহীরা এ দেশ থেকে গণতন্ত্রকে মুছে দিতে চেয়েছিল। কিন্তু আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নব্বইয়ের গণঅভ্যুত্থানে পর এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে।

তিনি বলেন, বেগম খালেদার জিয়ার শত্রু তার অস্বাভাবিক জনপ্রিয়তা। দেশে মানুষ তাকে এতো ভালোবাসে যখনি তিনি দেশের প্রয়োজনে ডাক দিয়েছেন, তখনি আপামর জনসাধারণ তার ডাকে সাড়া দিয়েছেন। আমরা মহীয়সী এ নেত্রীর আশু রোগমুক্তি কামনা করছি।

মো. ফখরুল ইসলাম বলেন, মহান সৃষ্টিকর্তা চাইলে সবকিছু সম্ভব। আমরা মহান রবের কাছে প্রার্থনা করবো, আমাদের দেশমাতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থতা দান করে দেশের কল্যাণে জনগণের খেদমত করার তওফিক দিন।

এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন, কল্যাণ পার্টির সভাপতি সামছুদ্দিন পারভেজ, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জহির উদ্দিন সেলিম, বসুরহাট পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শওকত হোসেন সগির, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটনসহ ফোরামের পাঁচ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

 

ডিএন/আইএইচএম.

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার হাত ধরেই এ দেশে গণতন্ত্র এসেছে: ফখরুল ইসলাম

আপডেট সময় ১২:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই এ দেশে গণতন্ত্র এসেছে বলে মন্তব্য করেছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফখরুল ইসলাম।

রোববার (৩০ নভেম্বর) রাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকাস্থ নোয়াখালী-৫ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মো. ফখরুল ইসলাম বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে দেশদ্রোহীরা এ দেশ থেকে গণতন্ত্রকে মুছে দিতে চেয়েছিল। কিন্তু আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নব্বইয়ের গণঅভ্যুত্থানে পর এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে।

তিনি বলেন, বেগম খালেদার জিয়ার শত্রু তার অস্বাভাবিক জনপ্রিয়তা। দেশে মানুষ তাকে এতো ভালোবাসে যখনি তিনি দেশের প্রয়োজনে ডাক দিয়েছেন, তখনি আপামর জনসাধারণ তার ডাকে সাড়া দিয়েছেন। আমরা মহীয়সী এ নেত্রীর আশু রোগমুক্তি কামনা করছি।

মো. ফখরুল ইসলাম বলেন, মহান সৃষ্টিকর্তা চাইলে সবকিছু সম্ভব। আমরা মহান রবের কাছে প্রার্থনা করবো, আমাদের দেশমাতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থতা দান করে দেশের কল্যাণে জনগণের খেদমত করার তওফিক দিন।

এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন, কল্যাণ পার্টির সভাপতি সামছুদ্দিন পারভেজ, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জহির উদ্দিন সেলিম, বসুরহাট পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শওকত হোসেন সগির, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটনসহ ফোরামের পাঁচ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

 

ডিএন/আইএইচএম.