নোয়াখালীতে নারী উন্নয়ন সংগঠনের সম্মাননা পেলো ‘সংগ্রামী নারীরা’
- আপডেট সময় ০৭:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ১২৬১ বার পড়া হয়েছে
নোয়াখালী নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে সংগ্রামী নারীদেরকে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সোনাপুর কাঠপট্টিতে এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
এতে নোয়াখালী নারী উন্নয়ন সংগঠনের সভাপতি ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন নাহার।
অনুষ্ঠানে নারী উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ও উন্নয়ন কর্মী নুরজাহান বেগম রিনির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মৌমিতা পাল।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সংগ্রামী নারীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এতে বেশকিছু সংগ্রামী নারীকে সম্মাননা দেওয়া হয়।
এর আগে গত ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’। পক্ষটি পালন উপলক্ষে নোয়াখালীতে নানা কর্মসূচি পালিত হচ্ছে।