নোয়াখালীতে এক্সিম ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় ০৯:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ১২৬৯ বার পড়া হয়েছে
নোয়াখালীতে এক্সিম ব্যাংক মাইজদী কোর্ট শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ব্যাংকের শাখা মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
এক্সিম ব্যাংক মাইজদী কোর্ট শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বিশিষে অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যানভাইরনমেন্টাল সাইন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের (ইএসডিএম) বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, নোয়াখালী বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবদুল্যাহ মো. তাহের ও সাংবাদিক সামসুল হাসান মীরন।
এত আরও বক্তব্য রাখেন, এক্সিম ব্যাংক সোনাপুর শাখার ব্যবস্থাপক মো. শরীফ, মাইজদী কোর্ট শাখার দ্বিতীয় কর্মকর্তা মো. তৌহিদুর রহমান, মেজর মান্নান মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মো. জালাল উদ্দিন, গ্রাহক সৈয়দ সাজ্জাদ মাহমুদ প্রমুখ।
স্বাগত বক্তব্যে শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, এক্সিম ব্যাংক তৃতীয় প্রজন্মের একটি আধুনিক ইসলামি শরীয়াহ ভিত্তিক তথ্য প্রযুক্তি সম্পন্ন বাণিজ্যিক ব্যাংক। আমরা গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করে গত বছরও দেশের সেরা ১০ ব্যাংকের মধ্যে ৪র্থস্থান লাভ করি। দেশে আমাদের শাখা ও উপ-শাখা মিলিয়ে প্রায় দুই শতাধিক শাখার মাধ্যমে ইসলামি শরীয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছি।
তিনি আরও বলেন, সম্প্রতি ৫ আগষ্টের পট-পরিবর্তনের পর দেশে ব্যাংকের তারল্য সংকটের কারণে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার করা হয়। ওই সময় গ্রাহকরা নগদ টাকা তুলতে গিয়ে আমাদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হলেও আমরা সকল গ্রাহককে সাধ্যমতো তাদের টাকা উত্তেলনসহ সর্বাত্মক সহযোগিতা করেছি। ইনশাল্লাহ সকলের সহযোগিতায় এখন আমরা সব ধরনের সংকট কাটিয়ে সবার সেবা দিচ্ছি। আপনাদের আমানত যথাযথভাবে সংরক্ষিত আছে।
গ্রাহক সমাবেশে অতিথিরা তাদের বক্তব্যে এক্সিম ব্যাংকের বিগত দিনের মতো তাদের সেবা অব্যাহত রাখার পাশাপশি সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। দেশের পরিবর্তিত সময়ে গ্রাহকরা কিছুটা বিচলিত হলেও ব্যাংকের সেবার মানের প্রশংসা করেন। গ্রাহক সমাবেশে শাখার প্রায় দু’শতাধিক নারী ও পুরুষ গ্রাহক উপস্থিত ছিলেন।