নোয়াখালী ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কবিরহাটে অবৈধ ইটভাটা ভেঙে দিলো প্রশাসন

কবিরহাট সংবাদদাতা
  • আপডেট সময় ০১:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • / ১২৬৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর কবিরহাটে লোকালয়ে গড়ে ওঠা লাইসেন্সবিহীন অবৈধ একটি ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এসময় বারবার সতর্ক করার পরও নির্দেশ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ভূইয়ারহাট ‘একতা ব্রিকস’ নামে ওই ভাটায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, লোকালয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা নির্মাণ করায় ২০১৭ সালে এ ইটভাটার আবেদন নামঞ্জুর করা হয়। কিন্তু পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি। এদিকে পূর্বের আদেশ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার বলেন, ‘একতা ব্রিকস’ নামক অবৈধ ওই ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০১৯ লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তা ভেঙে দেওয়া হয়েছে। এ ধরণের সব ভাটা বন্ধ করে দেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, ইটভাটার মালিকের বিরুদ্ধে অনুমোদনহীন অবৈধ ভাটা পরিচালনার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। পরে সত্যতা পেয়ে তা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রম করতে দেওয়া হবে না।

অভিযানে নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া কবিরহাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও কোম্পানীগঞ্জের সেনা সদস্যরা এতে সহায়তা করেন।

নিউজটি শেয়ার করুন

কবিরহাটে অবৈধ ইটভাটা ভেঙে দিলো প্রশাসন

আপডেট সময় ০১:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীর কবিরহাটে লোকালয়ে গড়ে ওঠা লাইসেন্সবিহীন অবৈধ একটি ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এসময় বারবার সতর্ক করার পরও নির্দেশ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ভূইয়ারহাট ‘একতা ব্রিকস’ নামে ওই ভাটায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, লোকালয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা নির্মাণ করায় ২০১৭ সালে এ ইটভাটার আবেদন নামঞ্জুর করা হয়। কিন্তু পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি। এদিকে পূর্বের আদেশ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার বলেন, ‘একতা ব্রিকস’ নামক অবৈধ ওই ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০১৯ লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তা ভেঙে দেওয়া হয়েছে। এ ধরণের সব ভাটা বন্ধ করে দেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, ইটভাটার মালিকের বিরুদ্ধে অনুমোদনহীন অবৈধ ভাটা পরিচালনার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। পরে সত্যতা পেয়ে তা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রম করতে দেওয়া হবে না।

অভিযানে নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া কবিরহাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও কোম্পানীগঞ্জের সেনা সদস্যরা এতে সহায়তা করেন।