নোয়াখালী ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সোনাইমুড়ী

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ২০০০ রোগী

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • / ১২৬৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর সোনাইমুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) দিনব্যাপী ওয়াছেকপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় বিনামূল্যের এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সকালে এ ক্যাম্পরে উদ্বোধন করেন, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী। তিনি বলেন, বন্যার জলাবদ্ধতা দীর্ঘায়িত হওয়ায় পানিবাহিত নানা রোগে ভুগছেন স্থানীয়রা। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের এমন আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে। সারাদেশে এমন আয়োজন হলে নিম্নআয়ের অসহায় মানুষগুলো অনেক উপকৃত হবে। মন্ত্রণালয়ও এতে সহায়তা করতে প্রস্তুত আছে।

ক্যাম্পে চিকিৎসা নেওয়া রমজান বিবি (৭০) বলেন, ‘আমার ছেলেরা বিয়ে করে আলাদা সংসার পেতেছে। রোগে-শোকে দিন যাচ্ছে। বন্যায় শরীরে চুলকানি ধরেছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। ডাক্তারের কাছে কিভাবে যাবো ওষুধ কেনার সামর্থ্যও নাই। আজ ক্যাম্পে ডাক্তাররা দেখে বিনামূল্যে ওষুধ দিয়েছে। আমি খুব খুশি।’

আয়োজকরা জানান, ক্যাম্পে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে আসা ২১জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা দিয়েছেন। এতে সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলার চার গ্রামের প্রায় দুই হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন। তাদেরকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হয়েছে।

চিকিৎসার দায়িত্বে থাকা মাহমুদ নামে এক চিকিৎসক জানান, সেবা নেওয়া মানুষদের মধ্যে অধিকাংশ ছিলো নারী ও শিশু। এদের বেশির ভাগ রোগী ঠান্ডাজনিত সমস্যা এবং চর্ম ও এলার্জি জাতীয় রোগে ভুগছেন।

নিউজটি শেয়ার করুন

সোনাইমুড়ী

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ২০০০ রোগী

আপডেট সময় ০৯:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নোয়াখালীর সোনাইমুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) দিনব্যাপী ওয়াছেকপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় বিনামূল্যের এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সকালে এ ক্যাম্পরে উদ্বোধন করেন, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী। তিনি বলেন, বন্যার জলাবদ্ধতা দীর্ঘায়িত হওয়ায় পানিবাহিত নানা রোগে ভুগছেন স্থানীয়রা। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের এমন আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে। সারাদেশে এমন আয়োজন হলে নিম্নআয়ের অসহায় মানুষগুলো অনেক উপকৃত হবে। মন্ত্রণালয়ও এতে সহায়তা করতে প্রস্তুত আছে।

ক্যাম্পে চিকিৎসা নেওয়া রমজান বিবি (৭০) বলেন, ‘আমার ছেলেরা বিয়ে করে আলাদা সংসার পেতেছে। রোগে-শোকে দিন যাচ্ছে। বন্যায় শরীরে চুলকানি ধরেছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। ডাক্তারের কাছে কিভাবে যাবো ওষুধ কেনার সামর্থ্যও নাই। আজ ক্যাম্পে ডাক্তাররা দেখে বিনামূল্যে ওষুধ দিয়েছে। আমি খুব খুশি।’

আয়োজকরা জানান, ক্যাম্পে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে আসা ২১জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা দিয়েছেন। এতে সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলার চার গ্রামের প্রায় দুই হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন। তাদেরকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হয়েছে।

চিকিৎসার দায়িত্বে থাকা মাহমুদ নামে এক চিকিৎসক জানান, সেবা নেওয়া মানুষদের মধ্যে অধিকাংশ ছিলো নারী ও শিশু। এদের বেশির ভাগ রোগী ঠান্ডাজনিত সমস্যা এবং চর্ম ও এলার্জি জাতীয় রোগে ভুগছেন।