সোনাইমুড়ীতে শ্রমিকদল নেতাকে না পেয়ে মাকে কুপিয়ে জখম
- আপডেট সময় ০৮:৪১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ১২৬১ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে শ্রমিকদল নেতা আবদুল আজিজকে না পেয়ে তার মা নুর নাহার আক্তার বেবিকে (৬০) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আবদুল আজিজের দাবি, আওয়ামী লীগ নেতা কিং মোজাম্মেলের সন্ত্রাসী বাহিনী এ হামলা চালিয়েছে।
বুধবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে দেওটি ইউনিয়নের পিতম্বরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এতে আবদুল আজিজের বাড়িঘর কুপিয়ে তছনছ করা হয়। রাতেই নুর নাহার আক্তার বেবিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তার মাথায় আঘাত ও রক্তক্ষরণ হয়েছে।
আবদুল আজিজ বলেন, আমি পেশায় একজন অটোরিকশা চালক। শ্রমিকদলের ইউনিয়ন সহসভাপতির পদপ্রার্থী হিসেবে বিভিন্ন সভা-সমাবেশে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসী কিং মোজাম্মেল বাহিনী অত্যাচারের চিত্র তুলে ধরে বক্তব্য দিয়েছি। বুধবার সন্ধ্যায়ও গুগশিল গ্রামের একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছি। এর জের ধরে রাতে ১১টার দিকে কিং মোজাম্মেলের ক্যাডার হিসেবে পরিচিত আজগর, আলী, তারেক, আনোয়ার, মানিক, খোরশেদ, শাকিল, ফারুক, জাহাঙ্গীর মেম্বারসহ ৩০-৪০ জন আমার বাড়িতে হামলা চালায়।
‘এতে তারা আমার বাড়িঘর কুপিয়ে তছনছ করে। পরে আমার বাচ্চাকে অপহরণ করতে চাইলে আমার মা নুর নাহার আক্তার বাধা দেন। এসময় সন্ত্রাসীরা আমার মাকে কুপিয়ে মারাত্মক জখম করে। সন্ত্রাসীরা যাওয়ার সময় আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে গেছে। বিষয়টি আমি থানা পুলিশকে মৌখিকভাবে জানিয়েছি।’
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম বলেন, হামলার বিষয়টি শুনেছি। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।