নোয়াখালী ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সোনাইমুড়ীতে ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সোনাইমুড়ী প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / ১২৬৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর সোনাইমুড়ীতে আন্দোলনে গুলি করে ছাত্র হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুর রহমান ওরফে ভিপি বাহারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) দুপুরে এক্সিম ব্যাংক সোনাইমুড়ী শাখা থেকে গ্রেফতারের পর বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মাহফুজুর রহমান প্রকাশ ভিপি বাহার সোনাইমুড়ী উপজেলার ভানুয়াই গ্রামের শুয়া মিয়ার ছেলে। তিনি নোয়াখালী জেলা পরিষদের সদ্য অপসারিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছিলেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতার মাহফুজুর রহমান ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আসিফ হত্যা মামলার আসামি।

আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শাহ আলম বলেন, আসিফ হত্যা মামলা আসামি মাহফুজুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন।

গত ৫ আগস্ট সোনাইমুড়ীতে সংঘর্ষে গুলিবিদ্ধ হন বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুরের মীর আলীপুর গ্রামের আমির আলী মুন্সি বাড়ীর মোরশেদ আলমের ছেলে মো. আসিফ (২২)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলপ গত ১৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ১৯ আগস্ট নিহতের বাবা মোরশেদ আলম বাদী হয়ে নোয়াখালী আদালতে ৩৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

সোনাইমুড়ীতে ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৬:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

নোয়াখালীর সোনাইমুড়ীতে আন্দোলনে গুলি করে ছাত্র হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুর রহমান ওরফে ভিপি বাহারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) দুপুরে এক্সিম ব্যাংক সোনাইমুড়ী শাখা থেকে গ্রেফতারের পর বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মাহফুজুর রহমান প্রকাশ ভিপি বাহার সোনাইমুড়ী উপজেলার ভানুয়াই গ্রামের শুয়া মিয়ার ছেলে। তিনি নোয়াখালী জেলা পরিষদের সদ্য অপসারিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছিলেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতার মাহফুজুর রহমান ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আসিফ হত্যা মামলার আসামি।

আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শাহ আলম বলেন, আসিফ হত্যা মামলা আসামি মাহফুজুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন।

গত ৫ আগস্ট সোনাইমুড়ীতে সংঘর্ষে গুলিবিদ্ধ হন বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুরের মীর আলীপুর গ্রামের আমির আলী মুন্সি বাড়ীর মোরশেদ আলমের ছেলে মো. আসিফ (২২)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলপ গত ১৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ১৯ আগস্ট নিহতের বাবা মোরশেদ আলম বাদী হয়ে নোয়াখালী আদালতে ৩৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।