নোয়াখালী ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

থানায় অভিযোগ

কোম্পানীগঞ্জে ‘বালুখেকোদের’ হামলায় সাংবাদিক আহত

কোম্পানীগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় ০৯:১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ১২৮৮ বার পড়া হয়েছে

সাংবাদিক রমজান আলী রানা।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুখেকোদের হামলায় রমজান আলী রানা (৩১) নামে এক সাংবাদিক আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) এ ঘটনায় থানার অভিযোগ দেওয়ার পর পুলিশ তদন্তে নেমেছে। এরআগে শুক্রবার (১ নভেম্বর) বিকেলে মুছাপুর ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি রোডে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রমজান আলী রানা কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল মোবারকের ছেলে। তিনি দৈনিক সময়ের আলো পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

অভিযোগ সূত্রে জানা গেছে, মুছাপুর নদী ভাঙন এলাকায় তথ্য সংগ্রহ করতে যান রমজান আলী রানা। সেখানে বালু উত্তোলনের ব্যাপারেও খোঁজখবর নেন। পরে ফিরে আসার পথে মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি রোড এলাকায় পৌঁছলে স্থানীয় বাবুল খান (৪৬), আইয়ুব খান (৫০) ও মো. ফারুকসহ (৪৩) সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এ সময় লাঠির আঘাতে সাংবাদিক রমজান আলী রানার মাথা ফেটে যায়। এছাড়াও আরও ৫জন আহত হয়।

রমজান আলী রানা বলেন, তথ্য সংগ্রহ করে ফেরার সময় বালুখেকো বাবুল খানের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে তারা আমাকে মাথায় আঘাত করে পকেটের টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এছাড়া আমার সঙ্গে থাকা লোকজনসহ বাঁচাতে আসা কয়েকজনকেও আহত করে। আমি এর বিচার চাই।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, হামলার ঘটনায় সাংবাদিক রমজান আলী রানা বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন। উপপরিদর্শক (এসআই) মো. মঈনুল হোসেনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে সাংবাদিক রমজান আলী রানার ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

থানায় অভিযোগ

কোম্পানীগঞ্জে ‘বালুখেকোদের’ হামলায় সাংবাদিক আহত

আপডেট সময় ০৯:১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুখেকোদের হামলায় রমজান আলী রানা (৩১) নামে এক সাংবাদিক আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) এ ঘটনায় থানার অভিযোগ দেওয়ার পর পুলিশ তদন্তে নেমেছে। এরআগে শুক্রবার (১ নভেম্বর) বিকেলে মুছাপুর ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি রোডে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রমজান আলী রানা কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল মোবারকের ছেলে। তিনি দৈনিক সময়ের আলো পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

অভিযোগ সূত্রে জানা গেছে, মুছাপুর নদী ভাঙন এলাকায় তথ্য সংগ্রহ করতে যান রমজান আলী রানা। সেখানে বালু উত্তোলনের ব্যাপারেও খোঁজখবর নেন। পরে ফিরে আসার পথে মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি রোড এলাকায় পৌঁছলে স্থানীয় বাবুল খান (৪৬), আইয়ুব খান (৫০) ও মো. ফারুকসহ (৪৩) সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এ সময় লাঠির আঘাতে সাংবাদিক রমজান আলী রানার মাথা ফেটে যায়। এছাড়াও আরও ৫জন আহত হয়।

রমজান আলী রানা বলেন, তথ্য সংগ্রহ করে ফেরার সময় বালুখেকো বাবুল খানের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে তারা আমাকে মাথায় আঘাত করে পকেটের টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এছাড়া আমার সঙ্গে থাকা লোকজনসহ বাঁচাতে আসা কয়েকজনকেও আহত করে। আমি এর বিচার চাই।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, হামলার ঘটনায় সাংবাদিক রমজান আলী রানা বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন। উপপরিদর্শক (এসআই) মো. মঈনুল হোসেনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে সাংবাদিক রমজান আলী রানার ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকরা।