নোয়াখালী ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালী-ফেনী

সাবেক তিন এমপির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৮:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ১২৬৭ বার পড়া হয়েছে

এইচএম ইব্রাহিম, আলউদ্দিন নাসিম ও একরাম চৌধুরী।

নোয়াখালী ও ফেনীর আওয়ামী লীগ দলীয় তিন সংসদ সদস্য ও তাদের স্বজনদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩ নভেম্বর) দুই সদস্য বিশিষ্ট তিনটি কমিটি গঠন করে দুদকের সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয় এ অনুসন্ধান শুরু করেছে।

সাবেক সংসদ সদস্যরা হলেন, নোয়াখালী-১ আসনের এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-৪ আসনের মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এবং ফেনী-১ আসনের মো. আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

তিন অনুসন্ধান কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন দুদকের সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ। এছাড়া সাবেক তিন এমপির সম্পদের অনুসন্ধান করার জন্য তিনজন উপসহকারি পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। এরা হলেন, আবদুল্লাহ আল নোমান, চিন্ময় চক্রবর্তী ও মো. জাহেদ আলম।

দুদকের সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ বলেন, ক্ষমতার অপব্যবহারসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ অত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজে এ কমিটি অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধান শেষে তাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হবে।

নিউজটি শেয়ার করুন

নোয়াখালী-ফেনী

সাবেক তিন এমপির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আপডেট সময় ০৮:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

নোয়াখালী ও ফেনীর আওয়ামী লীগ দলীয় তিন সংসদ সদস্য ও তাদের স্বজনদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩ নভেম্বর) দুই সদস্য বিশিষ্ট তিনটি কমিটি গঠন করে দুদকের সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয় এ অনুসন্ধান শুরু করেছে।

সাবেক সংসদ সদস্যরা হলেন, নোয়াখালী-১ আসনের এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-৪ আসনের মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এবং ফেনী-১ আসনের মো. আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

তিন অনুসন্ধান কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন দুদকের সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ। এছাড়া সাবেক তিন এমপির সম্পদের অনুসন্ধান করার জন্য তিনজন উপসহকারি পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। এরা হলেন, আবদুল্লাহ আল নোমান, চিন্ময় চক্রবর্তী ও মো. জাহেদ আলম।

দুদকের সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ বলেন, ক্ষমতার অপব্যবহারসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ অত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজে এ কমিটি অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধান শেষে তাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হবে।