সোনাইমুড়ী
থানার সামনের চা দোকানদার ইয়াবাসহ গ্রেফতার
- আপডেট সময় ০৩:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ১২৭৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ী থানার সামনের এক চা দোকানদারকে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আবদুল হক (৪৭) নামের ওই ব্যক্তি উপজেলার বারগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজিবপুর ইউসুফ ব্যাপারী বাড়ির মৃত আলী মিয়ার ছেলে।
সোমবার (১৪ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বারগাঁও ইউনিয়নের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল সাড়ে ৭টায় পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ আবদুল হককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
মো. আবদুল হামিদ আরও বলেন, গ্রেফতার আবদুল হক সোনাইমুড়ী থানার সামনে চা দোকানের আড়ালে মাদক ব্যবসা করতেন। গত ৫ আগস্ট দূর্বৃত্তরা থানায় আক্রমণ করে অগ্নিসংযোগ করলে তার দোকান বন্ধ হয়ে যায়। এখন তিনি বিকাশ ব্যবসার নামে বাড়িতে বসে ইয়াবা ব্যবসা করে আসছেন।