সোনাইমুড়ী
বাসভাড়া ২০০ টাকা বেশি নিয়ে জরিমানা গুনলেন ১০ হাজার
নোয়াখালী প্রতিনিধি
- আপডেট সময় ০৬:৩৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- / ১২৮৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রতি টিকেটে ২০০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়ায় ঢাকাগামি লাল সবুজ ও ইকোনো পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২৩ জুন) বিকেলে সোনাইমুড়ী বাইপাসে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন মিয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের গোপনীয় সহকারী (সিএ) মো. আবদুল মতিন অভিযানের বিষয়টি ডিজিটাল নোয়াখালীকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ঢাকামূখী যাত্রীদের থেকে ৫৫০ টাকার ভাড়া ৭৫০ টাকা আদায় করার অভিযোগ পেয়ে অভিযান চালান ইউএনও কানিজ ফাতেমা। পরে অভিযোগের সত্যতা পেয়ে লাল সবুজকে পাঁচ হাজার এবং ইকোনো পরিবহনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।