নোয়াখালী ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বেগমগঞ্জে ফুটবল খেলার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

বেগমগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় ১০:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
  • / ১২৯৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা নিয়ে তর্কাতর্কির জেরে জাহিদুল ইসলাম রিয়াজ (২০) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রিয়াজ (২০) নামে আরেক কিশোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুন) রাত ৮টার দিকে কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কামলার টেক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মীর হোসেন শান্ত (২০) নামে আরেক কিশোর গুরুতর আহত হয়েছেন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জাহিদুল ইসলাম রিয়াজ কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হারুনুর রশিদ প্রকাশ কালামিয়ার ছেলে। আহত মীর হোসেন শান্ত ওই এলাকার নূর হোসেনের ছেলে এবং আটক রিয়াজ বেগমগঞ্জের দূর্গাপুরের বাসিন্দা। তিনি কুতুবপুর এলাকায় নানার বাড়িতে বসবাস করেন।

নোয়াখালী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রাতে বিষয়টি ডিজিটাল নোয়াখালীকে নিশ্চিত করেন।

তিনি বলেন, তর্কাতর্কির জেরে রিয়াজকে ছুরিকাঘাত করলে মীর হোসেন এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়। তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রিয়াজ মারা যায়। এ ঘটনায় মূল অভিযুক্ত আরেক রিয়াজকে আটক করা হয়েছে।

আটক রিয়াজ পুলিশ হেফাজতে।

স্থানীয়রা জানায়, হতাহত ও অভিযুক্তরা সবাই সমবয়সী। ফুটবল খেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে ঘটনার সময় এক রিয়াজ আরেক রিয়াজকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত মীর হোসেন শান্তর অবস্থা আশংকাজনক।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। আটক রিয়াজকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১৯ জুন) আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/আইএইচএম/জেএফ.

নিউজটি শেয়ার করুন

বেগমগঞ্জে ফুটবল খেলার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ১০:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা নিয়ে তর্কাতর্কির জেরে জাহিদুল ইসলাম রিয়াজ (২০) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রিয়াজ (২০) নামে আরেক কিশোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুন) রাত ৮টার দিকে কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কামলার টেক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মীর হোসেন শান্ত (২০) নামে আরেক কিশোর গুরুতর আহত হয়েছেন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জাহিদুল ইসলাম রিয়াজ কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হারুনুর রশিদ প্রকাশ কালামিয়ার ছেলে। আহত মীর হোসেন শান্ত ওই এলাকার নূর হোসেনের ছেলে এবং আটক রিয়াজ বেগমগঞ্জের দূর্গাপুরের বাসিন্দা। তিনি কুতুবপুর এলাকায় নানার বাড়িতে বসবাস করেন।

নোয়াখালী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রাতে বিষয়টি ডিজিটাল নোয়াখালীকে নিশ্চিত করেন।

তিনি বলেন, তর্কাতর্কির জেরে রিয়াজকে ছুরিকাঘাত করলে মীর হোসেন এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়। তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রিয়াজ মারা যায়। এ ঘটনায় মূল অভিযুক্ত আরেক রিয়াজকে আটক করা হয়েছে।

আটক রিয়াজ পুলিশ হেফাজতে।

স্থানীয়রা জানায়, হতাহত ও অভিযুক্তরা সবাই সমবয়সী। ফুটবল খেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে ঘটনার সময় এক রিয়াজ আরেক রিয়াজকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত মীর হোসেন শান্তর অবস্থা আশংকাজনক।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। আটক রিয়াজকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১৯ জুন) আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/আইএইচএম/জেএফ.