চিকিৎসক ছাড়াই অপারেশন
নোয়াখালী ইসলামিয়া চক্ষু হাসপাতাল বন্ধ করলো প্রশাসন
- আপডেট সময় ০২:২৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ১৩১১ বার পড়া হয়েছে
চিকিৎসক ছাড়াই অপারেশনের অভিযোগ এনে নোয়াখালী ইসলামিয়া চক্ষু হাসপাতাল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (৮ জুন) রাতে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা নুসরাত জাবীন দত্তেরহাট এলাকায় অভিযান চালিয়ে হাসপাতালটি বন্ধ করে দেন।
ডা. নাইমা নুসরাত জাবীন বলেন, ‘অভিযোগ তো একটা না। ওরা ডাক্তার ছাড়াই অপারেশন করছে। হাসপাতালের কোনো পরিবেশই নেই। কাল রাতে গিয়ে আমি অপ্রস্তুত অবস্থায় এরকম দেখবো আশাই করিনি। এখানে অনৈতিক কোনো কাজ হচ্ছে কি না সেটি দেখতে হবে।’
‘আমি গেছি হাসপাতালের খোঁজখবর নিতে। এখানে রোগী বলে কিছুই নেই। কতগুলো বেড ফেলে রাখা হয়েছে শো-পিসের মতো। প্রচুর রুম, প্রচুর লোকজন। ২০-২২ বছরের ছেলেপেলে দেখা গেছে। আসলে এটা অন্যরকম জায়গা আপনারা গেলেই দেখতে পাবেন। আমরা কাল পরিদর্শনে গেছি। গিয়ে যা পেয়েছি সে হিসেবে বন্ধ করে আসছি। পরে মোবাইল কোর্ট করা হবে।’
সেখানে অসামাজিক কার্যকলাপ হয়- এমন কিছু পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এরকম তো অবশ্যই। মাদকের সঙ্গেও এটার সম্পর্ক থাকতে পারে। এটা তো আমার কাজ না। তাই এ বিষয়ে বলতে পারবো না। পরিস্থিতিটা প্রায় ওরকমই। পুলিশ প্রশাসন বিষয়টা দেখবে।’
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, ‘অভিযানে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় দত্তেরহাটের নোয়াখালী ইসলামিয়া চক্ষু হাসপাতাল (প্রাইভেট) বন্ধ করে দেওয়া হয়েছে।’