বেগমগঞ্জ
রাজগঞ্জ উন্নয়ন সোসাইটি ঢাকার কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- আপডেট সময় ১২:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ১৩৬২ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় ক্ষুদেকন্ঠে মনোমুগ্ধকর তিলাওয়াত-আযান শুনে বিমোহিত হয়েছেন বিচারকসহ উপস্থিত দর্শকরা।
শনিবার (২৩ মার্চ) বিকেলে রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পাঁচ ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এরআগে তিন মাস যাবত ৩০০ ক্ষুদে শিক্ষার্থীর মাঝে এ প্রতিযোগিতার আয়োজন করে ঢাকাস্থ রাজগঞ্জ উন্নয়ন সোসাইটি।
এতে কোরআন তিলাওয়াতে প্রথম হয়েছেন, মো. নাঈম হোসেন, দ্বিতীয় কেফায়েত উল্যাহ, তৃতীয় ফয়েজ উল্যাহ; হানদ-নাতে প্রথম মো. মাহফুজ আলম, দ্বিতীয় মো. আবদুল্লাহ, তৃতীয় মো. মেহেরাজ হোসেন; আযানে প্রথম ফয়েজ উল্যাহ, দ্বিতীয় শাহাদাত হোসেন, তৃতীয় কেফায়েত উল্যাহ; কুইজ ক বিভাগে প্রথম মু. সাইফুল ইসলাম দ্বিতীয় নাহিদুল ইসলাম, তৃতীয় মো. জুনায়েদ আহমেদ; কুইজ খ-বিভাগে প্রথম মুশফিকুর রহমান, দ্বিতীয় রাহাত হোসেন ও তৃতীয় আবদুর রহমান।
তাদের সবাইকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম পাঁচ হাজার, দ্বিতীয় তিন হাজার ও তৃতীয় বিজয়ীকে দুই হাজার টাকা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে রাজগঞ্জ উন্নয়ন সোসাইটি ঢাকার সভাপতি ব্যবসায়ী তাফাজ্জল হোসেন ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান।
বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন মাসুদ, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, জেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. দেলোয়ার হোসেন, রাজগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সেলিম, রাজগঞ্জ উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক মো. সেলিম চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক মনসুর আহম্মদ চৌধুরী শিবলু, রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
রাজগঞ্জ উন্নয়ন সোসাইটি ঢাকার সভাপতি ব্যবসায়ী তাফাজ্জল হোসেন বলেন, স্থানীয় বাসিন্দাদের ঢাকার এ সংগঠনের মাধ্যমে আমরা এলাকার ক্ষুদে শিক্ষার্থীদের থেকে প্রতিভা খুঁজে বের করার জন্য এ উদ্যোগ নিয়েছি। বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় পরিসরে এগিয়ে দিতে আমাদের সংগঠন কাজ করবে। এছাড়া এলাকার উন্নয়ন, মাদক নির্মূলে ভূমিকা, গরীবের সহযোগিতা আমরা সবসময় অব্যাহত রাখবো।