নোয়াখালী ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে শামীম ওসমানের সঙ্গে তর্ক

যুবদল নেতা সালাহ উদ্দিনের নোয়াখালীর বাড়িতে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / ১৩৭৫ বার পড়া হয়েছে

হামলায় ভাঙচুর বাড়ি, ইনসেটে মো. সালাহ উদ্দিন।

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও আওয়ামী লীগের এমপি শামীম ওসমানের সঙ্গে তর্কে জড়ানোর ঘটনায় নোয়াখালীতে আরও এক যুবদল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় যুবদলের যুক্তরাষ্ট্র শাখার সদস্য মো. সালাহ উদ্দিন ডিজিটাল নোয়াখালীকে এ অভিযোগ করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে শামীম ওসমানের সঙ্গে তর্ক করায় গত ২ ডিসেম্বর আমার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাছারা গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে স্থানীয় যুবলীগ নেতা কামাল ও মমিনের নেতৃত্বে দূর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও ককটেলের বিস্ফোরণ ঘটায়।

সালাহ উদ্দিন আরও বলেন, ‘ঘটনার আকষ্মিকতায় আমার অসুস্থ বাবা মো. ছিদ্দিক উল্যাহ আতঙ্কিত হয়ে পড়েন। তাকে নোয়াখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গত সোমবার (১১ ডিসেম্বর) সকালে পুনরায় অচেনা ব্যক্তিরা বাড়িতে এসে শাসিয়ে যান। সন্ত্রাসীদের ভয়ে আমার পরিবারের সদস্যরা এখন পালিয়ে বেড়াচ্ছেন।’

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আনোয়ারুল ইসলাম ডিজিটাল নোয়াখালীকে বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখা হবে।

এরআগে গত ১৫ জুলাই (শনিবার) একই ঘটনার জেরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত স্বেচ্ছাসেবক দল নেতা মো. আইযুব আলী প্রকাশ বাদল মির্জার (৩২) নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের আমকি গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

গত ১২ জুলাই (বুধবার) যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের গাড়ি দেখে ‘ভোট চোর’ বলে স্লোগান দেন যুক্তরাষ্ট্রে থাকা বিএনপির সমর্থকরা। এছাড়া আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়েও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় তাদের। এসময় শামীম ওসমান গাড়ি থেকে নেমে বিএনপি সমর্থকদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থলে বাদল মির্জা ও সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন এবং শামীম ওসমানের সঙ্গে তর্কে জড়ান।

এদিকে সাবেক ছাত্রনেতা যুক্তরাষ্ট্র যুবদলের সদস্য মো. সালাহ উদ্দিনের বাড়িতে হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি বরকত উল্লাহ বুলু এবং নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। এ ঘটনায় তারা দায়ি ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে শামীম ওসমানের সঙ্গে তর্ক

যুবদল নেতা সালাহ উদ্দিনের নোয়াখালীর বাড়িতে হামলার অভিযোগ

আপডেট সময় ০৯:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও আওয়ামী লীগের এমপি শামীম ওসমানের সঙ্গে তর্কে জড়ানোর ঘটনায় নোয়াখালীতে আরও এক যুবদল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় যুবদলের যুক্তরাষ্ট্র শাখার সদস্য মো. সালাহ উদ্দিন ডিজিটাল নোয়াখালীকে এ অভিযোগ করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে শামীম ওসমানের সঙ্গে তর্ক করায় গত ২ ডিসেম্বর আমার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাছারা গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে স্থানীয় যুবলীগ নেতা কামাল ও মমিনের নেতৃত্বে দূর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও ককটেলের বিস্ফোরণ ঘটায়।

সালাহ উদ্দিন আরও বলেন, ‘ঘটনার আকষ্মিকতায় আমার অসুস্থ বাবা মো. ছিদ্দিক উল্যাহ আতঙ্কিত হয়ে পড়েন। তাকে নোয়াখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গত সোমবার (১১ ডিসেম্বর) সকালে পুনরায় অচেনা ব্যক্তিরা বাড়িতে এসে শাসিয়ে যান। সন্ত্রাসীদের ভয়ে আমার পরিবারের সদস্যরা এখন পালিয়ে বেড়াচ্ছেন।’

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আনোয়ারুল ইসলাম ডিজিটাল নোয়াখালীকে বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখা হবে।

এরআগে গত ১৫ জুলাই (শনিবার) একই ঘটনার জেরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত স্বেচ্ছাসেবক দল নেতা মো. আইযুব আলী প্রকাশ বাদল মির্জার (৩২) নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের আমকি গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

গত ১২ জুলাই (বুধবার) যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের গাড়ি দেখে ‘ভোট চোর’ বলে স্লোগান দেন যুক্তরাষ্ট্রে থাকা বিএনপির সমর্থকরা। এছাড়া আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়েও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় তাদের। এসময় শামীম ওসমান গাড়ি থেকে নেমে বিএনপি সমর্থকদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থলে বাদল মির্জা ও সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন এবং শামীম ওসমানের সঙ্গে তর্কে জড়ান।

এদিকে সাবেক ছাত্রনেতা যুক্তরাষ্ট্র যুবদলের সদস্য মো. সালাহ উদ্দিনের বাড়িতে হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি বরকত উল্লাহ বুলু এবং নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। এ ঘটনায় তারা দায়ি ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানান।