নোয়াখালী ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ ::
‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’ কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলামের বিরুদ্ধে ‘পোস্টার ষড়যন্ত্রের’ অভিযোগ মাইজদীর প্রধান সড়কে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার দাগনভূইয়ায় জিআরএস কমিটির সভা অনুষ্ঠিত বিএনপি কর্মীদের ঝাড়ু মিছিলে নেতাদের হামলা, থানায় মামলা কোম্পানীগঞ্জে বিএনপি নেতাদের গালে জুতা মারার মিছিল চৌমুহনীতে হসপিটালের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ বিএনপির নবনির্বাচিত যুগ্ম-মহাসচিব এ্যানীকে মেট্রো হোমস চেয়ারম্যানের শুভেচ্ছা নোয়াখালীতে ৩৪ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার নোবিপ্রবির সঙ্গে ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই

দ্বাদশ জাতীয় নির্বাচন

নোয়াখালী-৪ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন শিহাব উদ্দিন শাহীন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / ১৩৫৭ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন। এরআগে সকালে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

শিহাব উদ্দিন শাহীন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্পিকার মরহুম আবদুল মালেক উকিলের ভ্রাতুষ্পুত্র এবং নোয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের দায়িত্বের পাশাপাশি রেডক্রিসেন্টেরও দায়িত্ব পালন করছেন।

সদর ও সুবর্ণচর উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-৪ আসনটি আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ একটি আসন। দীর্ঘদিন থেকে তৃণমূলের নেতাকর্মীরা অ্যাডভেকেট শিহাব উদ্দিন শাহীনকে মনোনয়ন নিতে চাপ দিয়ে আসার কথা শোনা যাচ্ছিল।

দলীয় মনোনয়ন কিনে অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, ‘নোয়াখালী-৪ আসনে স্থানীয় সংসদ সদস্য চায় নেতাকর্মীরা। দলের প্রয়োজনে দীর্ঘদিন থেকে কাজ করে আসছি। মাতৃতুল্যা সভানেত্রী শেখ হাসিনা যদি সম্মতি দেন আমি এ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নির্বাচন করতে চাই। নিশ্চয়ই বিজয় আমাদের হবে।’

এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার’সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

 

ফাহাদ/আইএইচএম/জেএফ.

নিউজটি শেয়ার করুন

দ্বাদশ জাতীয় নির্বাচন

নোয়াখালী-৪ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন শিহাব উদ্দিন শাহীন

আপডেট সময় ০৩:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন। এরআগে সকালে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

শিহাব উদ্দিন শাহীন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্পিকার মরহুম আবদুল মালেক উকিলের ভ্রাতুষ্পুত্র এবং নোয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের দায়িত্বের পাশাপাশি রেডক্রিসেন্টেরও দায়িত্ব পালন করছেন।

সদর ও সুবর্ণচর উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-৪ আসনটি আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ একটি আসন। দীর্ঘদিন থেকে তৃণমূলের নেতাকর্মীরা অ্যাডভেকেট শিহাব উদ্দিন শাহীনকে মনোনয়ন নিতে চাপ দিয়ে আসার কথা শোনা যাচ্ছিল।

দলীয় মনোনয়ন কিনে অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, ‘নোয়াখালী-৪ আসনে স্থানীয় সংসদ সদস্য চায় নেতাকর্মীরা। দলের প্রয়োজনে দীর্ঘদিন থেকে কাজ করে আসছি। মাতৃতুল্যা সভানেত্রী শেখ হাসিনা যদি সম্মতি দেন আমি এ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নির্বাচন করতে চাই। নিশ্চয়ই বিজয় আমাদের হবে।’

এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার’সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

 

ফাহাদ/আইএইচএম/জেএফ.