তফসিলকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে স্বাচিপের আনন্দ মিছিল

- আপডেট সময় ০৯:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ১৩৭৬ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে আনন্দ মিছিল করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় মাইজদী প্রধান সড়ক হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
এতে নেতৃত্ব দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক ডা. এফ এম শাহাদাৎ হোসেন রোমেল ও সদস্য সচিব ডা. আবদুস ছাত্তার ফরায়েজী বাবুল।
মিছিলে আরও অংশগ্রহণ করেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান (এমএমসি), সদস্য ডা. স্বপন দাস, ডা. মোমিনুল ইসলাম মিন্টু প্রমুখ। এ ছাড়াও জেলার ইন্টার্নি চিকিৎসকরাও মিছিলে সামিল হন।
সংগঠনের আহ্বায়ক ডা. এফ এম শাহাদাৎ হোসেন রোমেল বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামি ৭ জানুয়ারি আবারও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে জনগণ কারিশমাটিক নেত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে, ইনশাআল্লাহ।’
সদস্য সচিব ডা. আবদুস ছাত্তার ফরায়েজী বাবুল বলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখা কেন্দ্রীয় নির্দেশনা পালনের পাশাপাশি জেলা আওয়ামী লীগের সঙ্গে সকল আন্দোলন সংগ্রামে একাত্মতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলস ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবে।