নোয়াখালী ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সভা

ইকবাল হোসেন মজনু
  • আপডেট সময় ০৭:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ১৩৮৬ বার পড়া হয়েছে

নোয়াখালীতে অভিযানের নামে সরকারি সংস্থার হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরে সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপিও জমা দেন তারা।

এতে সংগঠনের জেলা সভাপতি ডা. এম এ নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক গৌতম ভট্ট, সদর উপজেলা সভাপতি ডা. আবদুস ছাত্তার ফরায়েজী বাবুল, সেক্রেটারি অসীম রায় নয়ন, সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা মুন্না, কোষাধ্যক্ষ মো. মেহেরাজ উদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জের সভাপতি আবদুল কুদ্দুছ প্রমুখ।

অ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক গৌতম ভট্ট বলেন, বেসরকারি হাসপাতাল-ক্লিনিক স্বাস্থ্য খাতে ব্যাপক অবদান রাখছে। কিন্তু প্রশাসন সামান্য অজুহাতে প্রতিষ্ঠানগুলোতে বড় অংকের জরিমানাসহ প্রতিষ্ঠান সিলগালা করে দিচ্ছে। যা অনভিপ্রেত। আমরা এর অবসান চাই।

সদর উপজেলা অ্যাসোসিয়েশনের নেতা গোলাম মর্তুজা মুন্না বলেন, প্রতিষ্ঠানের কাগজপত্র না থাকলে তা সংশোধনের সময় দিতে পারে। কিন্তু প্রশাসনের অযাচিত হস্তক্ষেপ আমরা চাই না। হয়রানি বন্ধ না হলে আমরা সকল বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিতে বাধ্য হবো।

সমাবেশে বক্তারা আরও বলেন, অযথা প্রাইভেট ক্লিনিক গুলোকে হয়রানিসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রাইভেট ক্লিনিক গুলোকে পরিবেশ অধিদপ্তরের হয়রানি বন্ধ করতে হবে। এছাড়া সহজ পদ্ধতিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রদান ও সরকারি আমলাদের ঘুষ বাণিজ্য বন্ধের দাবিও জানানো হয়।

 

আইএইচএম/জেএফ

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সভা

আপডেট সময় ০৭:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

নোয়াখালীতে অভিযানের নামে সরকারি সংস্থার হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরে সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপিও জমা দেন তারা।

এতে সংগঠনের জেলা সভাপতি ডা. এম এ নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক গৌতম ভট্ট, সদর উপজেলা সভাপতি ডা. আবদুস ছাত্তার ফরায়েজী বাবুল, সেক্রেটারি অসীম রায় নয়ন, সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা মুন্না, কোষাধ্যক্ষ মো. মেহেরাজ উদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জের সভাপতি আবদুল কুদ্দুছ প্রমুখ।

অ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক গৌতম ভট্ট বলেন, বেসরকারি হাসপাতাল-ক্লিনিক স্বাস্থ্য খাতে ব্যাপক অবদান রাখছে। কিন্তু প্রশাসন সামান্য অজুহাতে প্রতিষ্ঠানগুলোতে বড় অংকের জরিমানাসহ প্রতিষ্ঠান সিলগালা করে দিচ্ছে। যা অনভিপ্রেত। আমরা এর অবসান চাই।

সদর উপজেলা অ্যাসোসিয়েশনের নেতা গোলাম মর্তুজা মুন্না বলেন, প্রতিষ্ঠানের কাগজপত্র না থাকলে তা সংশোধনের সময় দিতে পারে। কিন্তু প্রশাসনের অযাচিত হস্তক্ষেপ আমরা চাই না। হয়রানি বন্ধ না হলে আমরা সকল বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিতে বাধ্য হবো।

সমাবেশে বক্তারা আরও বলেন, অযথা প্রাইভেট ক্লিনিক গুলোকে হয়রানিসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রাইভেট ক্লিনিক গুলোকে পরিবেশ অধিদপ্তরের হয়রানি বন্ধ করতে হবে। এছাড়া সহজ পদ্ধতিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রদান ও সরকারি আমলাদের ঘুষ বাণিজ্য বন্ধের দাবিও জানানো হয়।

 

আইএইচএম/জেএফ