সমাজসেবক মো. কাজল মেরিল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত
- আপডেট সময় ০১:৫২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৫১০ বার পড়া হয়েছে
আমেরিকার মেরিল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা মোহাম্মদ কাজল। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটি অনুমোদন করেন। মোহাম্মদ কাজল নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের প্রয়াত ব্যবসায়ী (খাজা বেকারীর মালিক) বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সুলতান আহমদের বড় ছেলে।
এক সময়ের বসুরহাট সরকারি মুজিব কলেজে জাতীয়তাবাদী দলের তুখোড় ছাত্রনেতা মোহাম্মদ কাজল ১৯৯৫ সালে আমেরিকায় গিয়ে ১৯৯৮ সালে মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোর শহরে সারাটোগা রোডে ‘বিসমিল্লাহ বডি ওয়েল এন্ড ভ্যারাইটি ষ্টোর’ নামে নিজের ব্যবসা চালু করেন। বর্তমানে সেখানে তিনটি দোকানসহ বেশ কিছু ব্যবসায়ীক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
মোহাম্মদ কাজল প্রবাসে ব্যবসা করলেও রাজনীতি ও দেশে সমাজসেবাও করে আসছেন। করোনার সময় আমেরিকায় এবং নিজ এলাকায় অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন। অর্থনৈতিক সহযোগিতাও করছেন। আবার একাধিক ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা করেছেন। এখনো সেই ধারা অব্যাহত রেখেছেন। তার দান-অনুদানে এলাকার অনেক গরীব অসহায় ব্যক্তি উপকৃত।
শিক্ষাক্ষেত্রেও তাঁর ভূমিকা প্রশংসনীয়। স্বার্থবিহীন নিয়মিত মানুষের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত ’আলহাজ্ব সুলতান-আনোয়ারা ফাউন্ডেশনের’ নামে শিক্ষাবৃত্তি চালু করে তিনি এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর আর্থিক অনুদানে অনেক গরিব অসহায় এখন উচ্চশিক্ষা নিয়ে দেশের জন্য কাজ করছেন।
সামাজিক কাজেও পিছিয়ে নেই মোহাম্মদ কাজল। তিনি পশ্চিম করালিয়া কামলারপোল সংলগ্ন চরকাঁকড়া এলাকায় নিজের কেনা জমিতে ৪৫ লাখ টাকা ব্যয়ে গড়ে তুলেছেন ’বায়তুন নাজাত জামে মসজিদ’। এখানে প্রতিদিন মুসল্লিরা নামাজ পড়ে উনার জন্য দোয়া করেন। এছাড়াও তিনি মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার সঙ্গে নিজকে জড়িয়ে রেখেছেন।
স্থানীয়রা জানান, মোহাম্মদ কাজল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও এলাকায় দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে তাঁর রয়েছে সুসম্পর্ক। তিনি বসুরহাট একাডেমীর পরিচালক ও বসুরহাট নার্সিং হোমের প্রতিষ্ঠাতা সদস্য।
মোহাম্মদ কাজল মেরিল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও বসুরহাট পৌরসভা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া কানাড়া বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়াও তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
এইচএ/আইএইচএম/জেএফ