সোনাইমুড়ীতে শিংমাছের ড্রাম থেকে ১৮ কেজি গাঁজাসহ আটক ৩
- আপডেট সময় ১১:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে শিংমাছের ড্রাম থেকে অভিনব কায়দায় পাচারের সময় ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় সোনাইমুড়ীর কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের দ্বোস্বিমপাড়া গ্রামের কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. হারুন অর রশিদের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাফর আলম অভিযান চালিয়ে অভিনব কায়দায় পাচারের সময় ১৮ কেজি গাঁজাসহ ওই তিন মাদক কারবারিকে আটক করেছে।

আটকরা হচ্ছে, ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার চারুয়া গ্রামের (মন্দবাগ বাজারের পূর্ব পাশের) মৃত নুরুল হকের ছেলে মো. নজরুল ইসলাম (৩৪), মৃত আবদুল হাইয়ের ছেলে মো. আব্বাস উদ্দিন (৫৫) ও মৃত আবদুল মুনাফের ছেলে মো. জাকির হোসেন (৪০)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, সোনাইমুড়ী থানাধীন বাইপাস এলাকায় অবস্থানকালে মাদকের একটি বড় চালান নোয়াখালী অভিমুখে রওয়ানা হওয়ার সংবাদ পাই। ঘটনাস্থলে পুলিশ দেখে সঙ্গে থাকা ব্যক্তিরা পালানোর সময় তাদের আটক করা হয়। পরে আককৃতদের হেফাজত থেকে কৌশলে নিয়ে আসা নীল রঙের শিংমাছের ড্রামে লুকানো প্রতি প্যাকেটে দুই কেজি করে নয় প্যাকেটে ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।















