কোম্পানীগঞ্জে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল
কোম্পানীগঞ্জ সংবাদদাতা
- আপডেট সময় ১০:১৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে মিছিল করেছে উপজেলা জামায়াত।
বুধবার (৩০ মার্চ) বিকেলে মিছিলটি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইন, চরপার্বতী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী হানিফ আনসারীসহ কয়েকশ নেতা-কর্মী অংশগ্রহণ করে।
মাওলানা মোশাররফ হোসাইন বলেন, মাহে রমজানের পবিত্রতা নিয়ে জনগণকে সচতনতার লক্ষ্যে শান্তিপূর্ণ এ মিছিল বের করা হয়েছে।


















