মুছাপুরের নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলীকে নিউইয়র্কে গণসংবর্ধনা

- আপডেট সময় ০৮:৪৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৫২৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলীকে নিউইয়র্কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ মার্চ) আমেরিকার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় একটি পার্টি হলে নিউইয়র্কে বসবাসরত কোম্পানীগঞ্জবাসীদের পক্ষ থেকে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। সভাপতিত্ব করেন সমাজসেবক মাস্টার এম.এ করিম।
কমিউনিটির নেতা আরজু হাজারীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিউইয়র্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমদাদ চৌধুরী, সমাজসেবক হাজী মোতাহের হোসেন, মোশারেফ ফয়সাল, নাঈম টুটুল, মাঈন উদ্দিন পিন্টু, আলাউদ্দিন জাহাঙ্গীর, আবদুল খালেক, আবদুল মালেক খাঁন, হাজী সফিকুল আলম (চেয়ারম্যান), হাজী ছেলামত উল্যাহ, হাজী মফিজুর রহমান, গোলাম ছারওয়ার প্রেমেল প্রমুখ।
গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নে আইয়ুব আলী বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।