নোয়াখালী ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পুজা মণ্ডপে হামলা

নোয়াখালীর ৪ মামলায় গ্রেফতার দেখানো হলো কুমিল্লার সেই ইকবালকে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • / ১৫৩৬ বার পড়া হয়েছে

পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার গুজবের জেরে নোয়াখালীর মন্দিরে হামলার চার মামলায় কুমিল্লার সেই অভিযুক্ত ইকবালকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার ঘটনায় মূল অভিযুক্ত ইকবালকে নোয়াখালী চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

নোয়াখালী কোর্ট পুলিশ পরিদর্শক মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, চৌমুহনীতে মন্দিরে হামলার তিনটি ও কোম্পানীগঞ্জে হামলার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাগুলো নোয়াখালী সিআইডি তদন্ত করেছে।

বেগমগঞ্জ আদালতের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও) মো. সোহেল রানা বলেন, বেগমগঞ্জের তিন মামলায় অতিরিক্ত চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার আসামি মো. ইকবালের উপস্থিতিতে তাকে গ্রেফতার দেখিয়েছেন।

সিআইডি নোয়াখালীর কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার বশির আহমেদ জানান, সিআইডির তদন্তাধীন অন্যান্য মামলায়ও তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টতা পেলে পর্যায়ক্রমে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বেগমগঞ্জে হামলার ঘটনায় ১৩ মামলার মধ্যে ছয়টি সিআইডি ও ছয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) এবং আরও একটি বেগমগঞ্জ থানায় তদন্তাধীন রয়েছে।

এর আগে কুমিল্লার ঘটনার জের ধরে বেগমগঞ্জের বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার চার আসামি হামলায় নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ঘটনা তদন্তে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি, চট্টগ্রাম ডিআইজি কার্যালয় থেকে একটি, জেলা পুলিশ থেকে একটি এবং জেলা প্রশাসক থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার গুজবে গত ১৫ অক্টোবর (শুক্রবার) নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে বিভিন্ন মন্দিরে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

পুজা মণ্ডপে হামলা

নোয়াখালীর ৪ মামলায় গ্রেফতার দেখানো হলো কুমিল্লার সেই ইকবালকে

আপডেট সময় ০১:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২

পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার গুজবের জেরে নোয়াখালীর মন্দিরে হামলার চার মামলায় কুমিল্লার সেই অভিযুক্ত ইকবালকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার ঘটনায় মূল অভিযুক্ত ইকবালকে নোয়াখালী চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

নোয়াখালী কোর্ট পুলিশ পরিদর্শক মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, চৌমুহনীতে মন্দিরে হামলার তিনটি ও কোম্পানীগঞ্জে হামলার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাগুলো নোয়াখালী সিআইডি তদন্ত করেছে।

বেগমগঞ্জ আদালতের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও) মো. সোহেল রানা বলেন, বেগমগঞ্জের তিন মামলায় অতিরিক্ত চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার আসামি মো. ইকবালের উপস্থিতিতে তাকে গ্রেফতার দেখিয়েছেন।

সিআইডি নোয়াখালীর কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার বশির আহমেদ জানান, সিআইডির তদন্তাধীন অন্যান্য মামলায়ও তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টতা পেলে পর্যায়ক্রমে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বেগমগঞ্জে হামলার ঘটনায় ১৩ মামলার মধ্যে ছয়টি সিআইডি ও ছয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) এবং আরও একটি বেগমগঞ্জ থানায় তদন্তাধীন রয়েছে।

এর আগে কুমিল্লার ঘটনার জের ধরে বেগমগঞ্জের বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার চার আসামি হামলায় নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ঘটনা তদন্তে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি, চট্টগ্রাম ডিআইজি কার্যালয় থেকে একটি, জেলা পুলিশ থেকে একটি এবং জেলা প্রশাসক থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার গুজবে গত ১৫ অক্টোবর (শুক্রবার) নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে বিভিন্ন মন্দিরে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।