নোয়াখালী ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে সাজবেন যেভাবে

ডিজিটাল নোয়াখালী ডেস্ক :
  • আপডেট সময় ০১:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • / ১৫৬০ বার পড়া হয়েছে

বিশ্বজুড়েই বেশ জাকজমকতার সঙ্গে পালিত হয় ভ্যালেন্টাইন’স ডে বা ভালোবাসা দিবস। এ দিনটি নতুন বা পুরোনো সব যুগলের কাছেই গুরুত্বপূর্ণ।

ভালোবাসা দিবস বেশ ঘটা করেই পালিত হয় দেশে। নতুন পোশাক থেকে শুরু করে ফুল এমনকি প্রিয়জনকে নিয়ে ডেটে যাওয়ার বিষয়েও সপ্তাহজুড়ে চলে প্ল্যান।

যদিও ভালোবাসার নির্দিষ্ট কোনো দিন হয় না। তা সত্ত্বেও বছরের একটি বিশেষ দিনে প্রিয় মানুষটির জন্য মনের মতো সাজে সেজে উঠতে ইচ্ছে হওয়া খুব স্বাভাবিক!

এ দিবস নিয়ে নারীদের মনে আগে থেকে পরিকল্পনা থাকে। কোন পোশাক পরবেন কিংবা কীভাবে সাজবেন তা নিয়ে। চড়া না হালকা, ঠিক কেমনভাবে সেজে উঠলে ভালো দেখাবে ভালোবাসার দিনে?

সাম্প্রতিক ট্রেন্ড কিন্তু বলছে একইসঙ্গে চড়া আর হালকার মিশেলই এ বছরের ভ্যালেন্টাইন’স ডে’র হিট মেকআপ! কীভাবে করবেন জেনে নিন-

> ভালোবাসা দিবসের সাজে চোখের জন্য আইশ্যাডোর জন্য বেছে নিন গোলাপি, কমলা, কোরাল বা ল্যাভেন্ডারের শেড! এতে চোখের পাতা বেশ উজ্জ্বল ও আকর্ষণীয় দেখাবে।

বর্তমানে মেটাল শেডও বেশ জনপ্রিয়। তাই মেটালিক ফিনিশ দেওয়া আইশ্যাডোও বেছে নিতে পারেন। কালো, ব্রাউন বা বিভিন্ন রঙের আইলাইনারও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই চোখের নিচে দিন ভরাট করে কাজল।

আই-ভ্রু’র সুন্দর আকৃতি দিতে আইব্রো পমেড ব্যবহার করুন। ডার্ক ব্রাইড শেড ব্যবহার করুন এক্ষেত্রে। আর অবশ্যই ভ্রুর নিচে হালকা কন্সিলার লাগাতে ভুলবেন না। এতে ভ্রু’র আকৃতি আরও সুন্দর হয়ে উঠবে।

> ঠোঁটে ব্যবহার করুন গোলাপি ওমব্রে শেড। গাঢ় লাল রঙের লিপস্টিক এড়িয়ে যেতে পারেন। অন্যভাবেও ওমব্রে ঠোঁট করতে পারেন। প্রথমে ন্যাচারাল বা ন্যুড লিপলাইনার দিয়ে ঠোঁটের আউটলাইন এঁকে নিন।

এবার একই শেড দিয়ে বাকি ঠোঁটটাও ভরাট করুন, তারপর ঠোঁটের ঠিক মাঝখানটায় গাঢ় গোলাপি বা লাল লিপস্টিক পরে নিন। এভাবে ওমব্রে লিপস করার সবচেয়ে ভালো দিক হল, সহজে রং স্মাজ করবে না।

ওমব্রে শেডের ঠোঁট করতে ইচ্ছে না করলে বেছে নিন ন্যুড লিপস্টিক। ভ্যালেন্টাইন ডে-র মেজাজ তৈরি করে দেবে হালকা গোলাপি, ক্যারামেল বা হালকা বেরি শেডের লিপস্টিক। উপরের ঠোঁটের খাঁজে সামান্য হাইলাইটার ব্যবহার করুন। তাতে ঠোঁট আরও সুন্দর দেখাবে।

>> শীতে মেকআপ করলে বেশ দীর্ঘসময় ধরে রাখা যায়। মেকআপ করার সময় অবশ্যই প্রথমে প্রাইমার, তারপরে কন্সিলর, ফাউন্ডেশন একেক করে ব্যবহার করবেন।

আর অবশ্যই দিনের সাজে সানস্ক্রিন ব্যবহার করতে পারবেন না। কখনো পুরো মুখ কনট্যুর করে নিন। ব্লাশ ব্যবহারের ক্ষেত্রে এপ্রিকট, পিচ, কোরাল বা রোজ শেড বেছে নিতে পারেন। সবশেষে দুই গালের চিকে হাইলাইটার লাগিয়ে নিন।

নিউজটি শেয়ার করুন

ভালোবাসা দিবসে সাজবেন যেভাবে

আপডেট সময় ০১:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

বিশ্বজুড়েই বেশ জাকজমকতার সঙ্গে পালিত হয় ভ্যালেন্টাইন’স ডে বা ভালোবাসা দিবস। এ দিনটি নতুন বা পুরোনো সব যুগলের কাছেই গুরুত্বপূর্ণ।

ভালোবাসা দিবস বেশ ঘটা করেই পালিত হয় দেশে। নতুন পোশাক থেকে শুরু করে ফুল এমনকি প্রিয়জনকে নিয়ে ডেটে যাওয়ার বিষয়েও সপ্তাহজুড়ে চলে প্ল্যান।

যদিও ভালোবাসার নির্দিষ্ট কোনো দিন হয় না। তা সত্ত্বেও বছরের একটি বিশেষ দিনে প্রিয় মানুষটির জন্য মনের মতো সাজে সেজে উঠতে ইচ্ছে হওয়া খুব স্বাভাবিক!

এ দিবস নিয়ে নারীদের মনে আগে থেকে পরিকল্পনা থাকে। কোন পোশাক পরবেন কিংবা কীভাবে সাজবেন তা নিয়ে। চড়া না হালকা, ঠিক কেমনভাবে সেজে উঠলে ভালো দেখাবে ভালোবাসার দিনে?

সাম্প্রতিক ট্রেন্ড কিন্তু বলছে একইসঙ্গে চড়া আর হালকার মিশেলই এ বছরের ভ্যালেন্টাইন’স ডে’র হিট মেকআপ! কীভাবে করবেন জেনে নিন-

> ভালোবাসা দিবসের সাজে চোখের জন্য আইশ্যাডোর জন্য বেছে নিন গোলাপি, কমলা, কোরাল বা ল্যাভেন্ডারের শেড! এতে চোখের পাতা বেশ উজ্জ্বল ও আকর্ষণীয় দেখাবে।

বর্তমানে মেটাল শেডও বেশ জনপ্রিয়। তাই মেটালিক ফিনিশ দেওয়া আইশ্যাডোও বেছে নিতে পারেন। কালো, ব্রাউন বা বিভিন্ন রঙের আইলাইনারও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই চোখের নিচে দিন ভরাট করে কাজল।

আই-ভ্রু’র সুন্দর আকৃতি দিতে আইব্রো পমেড ব্যবহার করুন। ডার্ক ব্রাইড শেড ব্যবহার করুন এক্ষেত্রে। আর অবশ্যই ভ্রুর নিচে হালকা কন্সিলার লাগাতে ভুলবেন না। এতে ভ্রু’র আকৃতি আরও সুন্দর হয়ে উঠবে।

> ঠোঁটে ব্যবহার করুন গোলাপি ওমব্রে শেড। গাঢ় লাল রঙের লিপস্টিক এড়িয়ে যেতে পারেন। অন্যভাবেও ওমব্রে ঠোঁট করতে পারেন। প্রথমে ন্যাচারাল বা ন্যুড লিপলাইনার দিয়ে ঠোঁটের আউটলাইন এঁকে নিন।

এবার একই শেড দিয়ে বাকি ঠোঁটটাও ভরাট করুন, তারপর ঠোঁটের ঠিক মাঝখানটায় গাঢ় গোলাপি বা লাল লিপস্টিক পরে নিন। এভাবে ওমব্রে লিপস করার সবচেয়ে ভালো দিক হল, সহজে রং স্মাজ করবে না।

ওমব্রে শেডের ঠোঁট করতে ইচ্ছে না করলে বেছে নিন ন্যুড লিপস্টিক। ভ্যালেন্টাইন ডে-র মেজাজ তৈরি করে দেবে হালকা গোলাপি, ক্যারামেল বা হালকা বেরি শেডের লিপস্টিক। উপরের ঠোঁটের খাঁজে সামান্য হাইলাইটার ব্যবহার করুন। তাতে ঠোঁট আরও সুন্দর দেখাবে।

>> শীতে মেকআপ করলে বেশ দীর্ঘসময় ধরে রাখা যায়। মেকআপ করার সময় অবশ্যই প্রথমে প্রাইমার, তারপরে কন্সিলর, ফাউন্ডেশন একেক করে ব্যবহার করবেন।

আর অবশ্যই দিনের সাজে সানস্ক্রিন ব্যবহার করতে পারবেন না। কখনো পুরো মুখ কনট্যুর করে নিন। ব্লাশ ব্যবহারের ক্ষেত্রে এপ্রিকট, পিচ, কোরাল বা রোজ শেড বেছে নিতে পারেন। সবশেষে দুই গালের চিকে হাইলাইটার লাগিয়ে নিন।