দাগনভুঞার ১৫ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
ফেনী সংবাদদাতা
- আপডেট সময় ০১:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫১৬ বার পড়া হয়েছে
ফেনীর দাগনভুঞার উপজেলার ধর্ষণ ও ডাকাতিসহ ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গিয়াস উদ্দিন আশিককে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রবাড়ি থেকে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আশিক দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের অহিদুল হক কানু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আশিককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দাগনভূঞা থানায় ধর্ষণ, ডাকাতিসহ ১৬টি মামলা রয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, আশিককে ফেনীতে নিয়ে আসা হচ্ছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।