রামগতিতে পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার
রামগতি সংবাদদাতা
- আপডেট সময় ০৬:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৪৮৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগতিতে পরোয়ানাভুক্ত আসামি আবদুর রশিদকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব চরসীতা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরে বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আবদুর রশিদ উপজেলার পূর্ব চরসীতা এলাকার বাসিন্দা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযান চালিয়ে আর্থিক জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত আসামি আবদুর রশিদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।