আমি সিরাজপুরবাসীর শাসক নয় সেবক হতে চাই: মিকন
- আপডেট সময় ০৯:৪৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তরুণ সমাজসেবক নাজিম উদ্দিন মিকন (অটোরিকশা)।
তিনি বলেন, আমি সিরাজপুরবাসীর শাসক নয় সেবক হতে চাই। একজন জনপ্রতিনিধি জনগণের দোরগোড়ায় কিভাবে সেবা পৌঁছে দিতে পারে আমি আমার জনগণকে তা বুঝিয়ে দিতে চাই।
নাজিম উদ্দিন মিকন রোববার (৩০ জানুয়ারি) রাতে ডিজিটাল নোয়াখালীর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, অতীতের মতো সিরাজপুরের সালিশ বাণিজ্য ও জামানত নিয়ে সালিশ করা আর হবে না।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে কোন লোক সেবা নেওয়ার জন্য আমার কাছে আসতে হবে না। বরং সেবা নিয়ে আমি জনগণের কাছে যাবো। এছাড়া এলাকার মাদক ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, সন্ত্রাস নির্মূলে আমি সবসময় সচেষ্ট থাকবো।
মিকন আরও বলেন, আগামি ৭ ফেব্রুয়ারি নির্ভয়ে কেন্দ্রে গিয়ে আমার অটোরিকশা (সিএনজি) মার্কায় একটি করে ভোট দিয়ে আমাকে একবার জনসেবা করার সুযোগ দিন। কথা দিলাম আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে একনিষ্ঠভাবে কাজ করবো, ইনশাআল্লাহ।



















