কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার
- আপডেট সময় ১০:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একবস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজিপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এরমধ্যে একটি লোহার চাপাতি, দুটি বড় ধামা, একটি বড় কিরিচ, একটি কোড়াবারি, তিনটি বড় ছুরি রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন অস্ত্র উদ্ধারের বিষয়টি ডিজিটাল নোয়াখালীকে নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. সাঈদ মিয়া ওই এলাকায় বেড়িবাঁধের পাশে অস্ত্রগুলো সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
ওসি আরও বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় ১১টি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা পুলিশের চেকপোস্টের ভয়ে রাস্তার পাশে অস্ত্রগুলো ফেলে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আগামি ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে চরপার্বতীসহ কোম্পানীগঞ্জের আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।