নোয়াখালীতে বঙ্গবন্ধু আবৃত্তি উৎসবে সংস্কৃতিমনাদের মিলনমেলা
- আপডেট সময় ০৯:১৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব সংস্কৃতিমানদের মিলনমেলায় পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘আবৃত্তিশিল্পের উন্নয়নে বর্তমান সরকার একনিষ্ঠভাবে কাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আবৃত্তিশিল্পের উন্নয়নে সব ধরণের সহায়তা করা হবে।’
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন কৈশোরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন।
আবৃত্তি প্রযোজনা উপস্থাপন করেন, নোয়াখালী আবৃত্তি একাডেমি, নোবিপ্রবি শব্দ কুটির, সূবর্ণচর অনিবার্ণ ৭১, কোম্পানীগঞ্জ কবিতা পরিষদ ও হাতিয়া ছন্দবৃত্ত।
অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার ফয়েজ উল্লাহ, সেনবাগ সরকারি কলেজের উপাধ্যক্ষ দিদারুল আলম, সাংবাদিক আবু নাছের মঞ্জু, নোয়াখালী আবৃত্তি একাডেমির সহ সভাপতি শামস্ ডিউ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নির্বাহী সদস্য শওকত জাহান কনিকা, কোম্পানীগঞ্জ কবিতা পরিষদের সভাপতি করিমুল হক সাথি, সাধারণ সম্পাদক নাজমা বেগম শিপা, অনিবার্ণ ৭১, সুবর্ণচরের সভাপতি মারজান বেগম, সাধারণ সম্পাদক রুম্পা ইয়াছমিন, ছন্দবৃত্ত, হাতিয়ার সভাপতি কামরুজ্জামান, শব্দ কুটির, নোবিপ্রবির সংগঠক আবদুর রহিম বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।















