ফেনীতে অবৈধ মিথানলসহ ব্যবসায়ী গ্রেফতার
ফেনী সংবাদদাতা
- আপডেট সময় ০৭:৫৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫১৪ বার পড়া হয়েছে
ফেনীতে অবৈধ মিথানলসহ সরোয়ার আলম নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য অধিদপ্তর। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের তাকিয়া রোডস্থ হেলাল ট্রেডার্সের সামনে থেকে ৬০০ লিটার মিথানল জব্দ করা হয়।
মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি বড় ড্রাম থেকে ৬০০ লিটার অবৈধ মিথানল জব্দ করা হয়। এগুলো চট্টগ্রামের ইত্যাদি হার্ডওয়্যার প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে ফেনীতে আনা হয়েছিল।
পরে আটক সরোয়ার আলমসহ চট্টগ্রামের ইত্যাদি হার্ডওয়্যার প্রতিষ্ঠানের মালিক রিপন কান্তি দাশকে আসামি করে মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়। সরোয়ার আলম ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।