নোয়াখালীর সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- আপডেট সময় ০৬:১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর নবাগত জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাজিমুল হাসান।
সাংবাদিকদের পরিচয় পর্ব শেষে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান তার পরিচয় জানিয়ে বলেন, নোয়াখালী একটি প্রাচীনতম জেলা। সর্বক্ষেত্রে সম্ভাবনাময় এ জেলা। নোয়াখালীর সার্বিক উন্নয়নের অন্তরায়গুলো চিহ্নিত করে তা সমাধানের চিত্র তুলে ধরে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি জেলাবাসীর দুঃখ-দুর্দশা লাঘবে সঠিক সহযোগিতা ও পরামর্শ চান।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বখতিয়ার শিকদার, আলমগীর ইউসুফ, মনিরুজ্জামান চৌধুরী, মাহবুবুর রহমান, আবু নাছের মঞ্জু, জামাল হোসেন বিষাদ, সাইফুল্যাহ কামরুল, আকবর হোসেন সোহাগ, নাসির উদ্দিন বাদল, আবদুর রহিম বাবুল, সুমন ভৌমিক, বিকাশ সরকার, আসাদুজ্জামান কাজল, আকাশ মো. জসিম, মোহাম্মদ সোহেল, মিজানুর রহমান, আনোয়ারুল হায়দার, মাহবুবুর রহমান, মানিক ভূঁইয়া, নাজিম উদ্দিন মিলন, ফয়জুল ইসলাম জাহান, আবুল হাসনাত বাবুল, মাহবুবুর রহমান বাবু, জুয়েল রানা, ইকবাল হোসেন মজনু ও হাসিব আল আমিন প্রমুখ।















