নোয়াখালী ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বেগমগঞ্জে আট মামলার পলাতক মাদক সম্রাট গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
  • আপডেট সময় ১১:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • / ১৫৪৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে মো. রফিক (৪২) নামে দুর্ধর্ষ এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে বেগমগঞ্জ ও সেনবাগ থানায় আটটি মাদক মামলা রয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) রাতে চৌমুহনী পূর্ব বাজারের পৌর হাজিপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. রফিক বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের পৌর হাজিপুর গ্রামের আসলাম সর্দার বাড়ির আহাম্মদ উল্যাহর ছেলে।

র‌্যাব-১১ (সিপিসি-৩) অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানী কমান্ডার) খন্দকার মো. শামীম হোসেন রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার মো. রফিক দুর্ধর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় সাতটি ও সেনবাগ থানায় একটি মাদকের মামলা রয়েছে। সে গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, দুর্ধর্ষ এ মাদক সম্রাটকে আটক করা যাচ্ছিল না। তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

বেগমগঞ্জে আট মামলার পলাতক মাদক সম্রাট গ্রেফতার

আপডেট সময় ১১:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে মো. রফিক (৪২) নামে দুর্ধর্ষ এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে বেগমগঞ্জ ও সেনবাগ থানায় আটটি মাদক মামলা রয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) রাতে চৌমুহনী পূর্ব বাজারের পৌর হাজিপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. রফিক বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের পৌর হাজিপুর গ্রামের আসলাম সর্দার বাড়ির আহাম্মদ উল্যাহর ছেলে।

র‌্যাব-১১ (সিপিসি-৩) অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানী কমান্ডার) খন্দকার মো. শামীম হোসেন রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার মো. রফিক দুর্ধর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় সাতটি ও সেনবাগ থানায় একটি মাদকের মামলা রয়েছে। সে গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, দুর্ধর্ষ এ মাদক সম্রাটকে আটক করা যাচ্ছিল না। তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।