দুই হাজার অসহায় শীতার্তের পাশে ‘নিরাপদ নোয়াখালী চাই’
- আপডেট সময় ১১:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
কনকনে শীতে দুই হাজার গরীব-দুঃখী অসহায় শীতার্তকে শীতবস্ত্র (সুয়েটার) দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ নোয়াখালী চাই’।
সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মোহাম্মদী গ্রুপের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে রেলওয়ে স্টেশন, ফুটপাত, বাসষ্ট্যান্ডে বসবাসকারী ভবঘুরে গরীব, দুঃস্থ ও কর্মহীন মানুষদের খুঁজে খুঁজে উন্নত মানের সুয়েটার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুর রহমান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নবাগত জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত সাদমিন, জেলা সিনিয়র তথ্য অফিসার আবদুল্যাহ আল মামুন প্রমূখ।
জেলা প্রশাসক বলেন, ‘তীব্র শৈত প্রবাহে অসহায় মানুষগুলোর পাশে শীতবস্ত্র বিতরণ করে মহতী কাজের আয়োজন করেছে ‘নিরাপদ নোয়াখালী চাই’। এ সংগঠনের মতো অন্যদেরকেও অসহায় গরীবদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুর রহমান রাসেল বলেন, ‘নিরাপদ নোয়াখালী চাই’ সংগঠনটি দীর্ঘদিন থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক সহায়তামূলক কাজ করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ করে যাবে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি।