নোয়াখালী ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ ::
‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’ কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলামের বিরুদ্ধে ‘পোস্টার ষড়যন্ত্রের’ অভিযোগ মাইজদীর প্রধান সড়কে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার দাগনভূইয়ায় জিআরএস কমিটির সভা অনুষ্ঠিত বিএনপি কর্মীদের ঝাড়ু মিছিলে নেতাদের হামলা, থানায় মামলা কোম্পানীগঞ্জে বিএনপি নেতাদের গালে জুতা মারার মিছিল চৌমুহনীতে হসপিটালের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ বিএনপির নবনির্বাচিত যুগ্ম-মহাসচিব এ্যানীকে মেট্রো হোমস চেয়ারম্যানের শুভেচ্ছা নোয়াখালীতে ৩৪ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার নোবিপ্রবির সঙ্গে ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই

ফেনীতে ১৩ হাজার ১৫ কেজি ভেজাল মসলাসহ তিনজন আটক

ফেনী সংবাদদাতা
  • আপডেট সময় ০৩:১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
  • / ১৪৮৭ বার পড়া হয়েছে

ফেনীতে ১৩ হাজার ১৫ কেজি ভেজাল হলুদ, মরিচের গুঁড়া, খুদসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। তাঁরা হলুদ ও মরিচের গুঁড়ার সঙ্গে খুদ, রং ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করতেন ভেজাল মসলা।

শনিবার (২২ জানুয়ারি) রাতে শহরের তাকিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। উদ্ধার হওয়া ভেজাল হলুদ ও মরিচের গুঁড়ার আনুমানিক মূল্য ৩ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাবুল মিয়ার মসলার মিলে অভিযান পরিচালনা করা হয়। সেখানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় মো. জামাল (২৭), মোছা. নাজমা বেগম (৩০) ও মোছা. নুরজাহানকে (৫০) আটক কো হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে মসলার মিলঘরের ভেতর থেকে ৪২টি প্লাস্টিকের বস্তায় ভেজাল রং মিশ্রিত হলুদ, মরিচের গুঁড়া ও খুদ উদ্ধার করা হয়।

তাঁরা দীর্ঘদিন ধরে হলুদ ও মরিচের গুঁড়ার সঙ্গে খুদ, রং ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরি এবং এসব ভেজাল মসলা ফেনী জেলার বিভিন্ন বাজার ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রি করে আসছেন।

র‍্যাব-৭-এর উপপরিচালক আবদুল্লাহ আল জাবের ইমরান বলেন, আটককৃতদের ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফেনীতে ১৩ হাজার ১৫ কেজি ভেজাল মসলাসহ তিনজন আটক

আপডেট সময় ০৩:১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২

ফেনীতে ১৩ হাজার ১৫ কেজি ভেজাল হলুদ, মরিচের গুঁড়া, খুদসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। তাঁরা হলুদ ও মরিচের গুঁড়ার সঙ্গে খুদ, রং ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করতেন ভেজাল মসলা।

শনিবার (২২ জানুয়ারি) রাতে শহরের তাকিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। উদ্ধার হওয়া ভেজাল হলুদ ও মরিচের গুঁড়ার আনুমানিক মূল্য ৩ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাবুল মিয়ার মসলার মিলে অভিযান পরিচালনা করা হয়। সেখানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় মো. জামাল (২৭), মোছা. নাজমা বেগম (৩০) ও মোছা. নুরজাহানকে (৫০) আটক কো হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে মসলার মিলঘরের ভেতর থেকে ৪২টি প্লাস্টিকের বস্তায় ভেজাল রং মিশ্রিত হলুদ, মরিচের গুঁড়া ও খুদ উদ্ধার করা হয়।

তাঁরা দীর্ঘদিন ধরে হলুদ ও মরিচের গুঁড়ার সঙ্গে খুদ, রং ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরি এবং এসব ভেজাল মসলা ফেনী জেলার বিভিন্ন বাজার ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রি করে আসছেন।

র‍্যাব-৭-এর উপপরিচালক আবদুল্লাহ আল জাবের ইমরান বলেন, আটককৃতদের ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।