নোয়াখালী ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে শিশুকে যৌন হয়রানি, ব্যবসায়ী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ
  • আপডেট সময় ১১:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
  • / ১৬৩৪ বার পড়া হয়েছে

গ্রেফতার ব্যবসায়ী গোলাম ছারওয়ার।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে তুলে নিয়ে শিশুর যৌন হয়রানির দায়ে গোলাম ছারওয়ার (৩৭) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক ছারওয়ার রামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বশির উল্যাহ রোডের ছারওয়ারের নতুন বাড়ির মৃত এরফান উল্যাহর ছেলে। তাকে নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) রাতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৮ জানুয়ারি রামপুর হোসাইনীয়া ফোরকানীয়া মাদ্রাসার ওয়াজ ও দোয়ার মাহফিল থেকে ওই শিশুকে (১৪) নির্জন বাগানে তুলে নিয়ে বামনী বাজারের তরকারী ব্যবসায়ী গোলাম ছারওয়ার যৌন হয়রানি করেন। এ ঘটনায় ওই শিশুর মায়ের অভিযোগে মামলা রুজু করে আসামিকে গ্রেফতার করা হয়।

এদিকে আসামি গ্রেফতারের পর তার লোকজন বাদি ও তার পরিবারের লোকজনকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই শিশু ও তার পরিবার নিরাপত্তার দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

কোম্পানীগঞ্জে শিশুকে যৌন হয়রানি, ব্যবসায়ী কারাগারে

আপডেট সময় ১১:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে তুলে নিয়ে শিশুর যৌন হয়রানির দায়ে গোলাম ছারওয়ার (৩৭) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক ছারওয়ার রামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বশির উল্যাহ রোডের ছারওয়ারের নতুন বাড়ির মৃত এরফান উল্যাহর ছেলে। তাকে নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) রাতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৮ জানুয়ারি রামপুর হোসাইনীয়া ফোরকানীয়া মাদ্রাসার ওয়াজ ও দোয়ার মাহফিল থেকে ওই শিশুকে (১৪) নির্জন বাগানে তুলে নিয়ে বামনী বাজারের তরকারী ব্যবসায়ী গোলাম ছারওয়ার যৌন হয়রানি করেন। এ ঘটনায় ওই শিশুর মায়ের অভিযোগে মামলা রুজু করে আসামিকে গ্রেফতার করা হয়।

এদিকে আসামি গ্রেফতারের পর তার লোকজন বাদি ও তার পরিবারের লোকজনকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই শিশু ও তার পরিবার নিরাপত্তার দাবি জানিয়েছে।