নোয়াখালী ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ ::
‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’ কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলামের বিরুদ্ধে ‘পোস্টার ষড়যন্ত্রের’ অভিযোগ মাইজদীর প্রধান সড়কে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার দাগনভূইয়ায় জিআরএস কমিটির সভা অনুষ্ঠিত বিএনপি কর্মীদের ঝাড়ু মিছিলে নেতাদের হামলা, থানায় মামলা কোম্পানীগঞ্জে বিএনপি নেতাদের গালে জুতা মারার মিছিল চৌমুহনীতে হসপিটালের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ বিএনপির নবনির্বাচিত যুগ্ম-মহাসচিব এ্যানীকে মেট্রো হোমস চেয়ারম্যানের শুভেচ্ছা নোয়াখালীতে ৩৪ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার নোবিপ্রবির সঙ্গে ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই

কাদের মির্জার গাড়ি বহরে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ
  • আপডেট সময় ১০:২৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
  • / ১৫৯৩ বার পড়া হয়েছে

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে।

রোববার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় নিজের ফেসবুক ফেজ থেকে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।

কাদের মির্জার অভিযোগ, ‘আমি সন্ধ্যায় রামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহার চৌধুরীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে ফেরার পথে রাস্তার মাথায় চরকাঁকড়ার চেয়ারম্যান প্রার্থী হানিফ সবুজের নেতৃত্বে তার লোকজন আমার গাড়ি বহরে হামলা করেছে।’

‘স্থানীয় লোকজন এগিয়ে এসে সন্ত্রাসীদের প্রতিহত না করলে তারা আমাকে প্রাণনাশের চেষ্টা করতো। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী থাকতে হবে’ যোগ করেন কাদের মির্জা।

তিনি আরও বলেন, ‘আমি আগেই বলেছি অবৈধ অস্ত্র উদ্ধার না হলে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসন নিরপেক্ষ না হলে আমরা নির্বাচন বর্জন করতেও দ্বিধা করবো না। আট ইউনিয়নে আমার আটজন প্রার্থীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে।’

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী হানিফ সবুজ বলেন, নির্বাচনী মাঠ গরম করতে কাদের মির্জা মিথ্যা অভিযোগ তুলছেন। বাজারের সবগুলো সিসিটিভির ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে পুলিশ ব্যবস্থা নিবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, আমি সাক্ষী দেওয়ার জন্য ঢাকায় অবস্থান করছি। খবর পেয়ে কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, হামলার অভিযোগের সময়ের সব ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগামি ৭ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জে আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

ভিডিও লিংক

নিউজটি শেয়ার করুন

কাদের মির্জার গাড়ি বহরে হামলার অভিযোগ

আপডেট সময় ১০:২৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে।

রোববার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় নিজের ফেসবুক ফেজ থেকে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।

কাদের মির্জার অভিযোগ, ‘আমি সন্ধ্যায় রামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহার চৌধুরীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে ফেরার পথে রাস্তার মাথায় চরকাঁকড়ার চেয়ারম্যান প্রার্থী হানিফ সবুজের নেতৃত্বে তার লোকজন আমার গাড়ি বহরে হামলা করেছে।’

‘স্থানীয় লোকজন এগিয়ে এসে সন্ত্রাসীদের প্রতিহত না করলে তারা আমাকে প্রাণনাশের চেষ্টা করতো। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী থাকতে হবে’ যোগ করেন কাদের মির্জা।

তিনি আরও বলেন, ‘আমি আগেই বলেছি অবৈধ অস্ত্র উদ্ধার না হলে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসন নিরপেক্ষ না হলে আমরা নির্বাচন বর্জন করতেও দ্বিধা করবো না। আট ইউনিয়নে আমার আটজন প্রার্থীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে।’

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী হানিফ সবুজ বলেন, নির্বাচনী মাঠ গরম করতে কাদের মির্জা মিথ্যা অভিযোগ তুলছেন। বাজারের সবগুলো সিসিটিভির ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে পুলিশ ব্যবস্থা নিবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, আমি সাক্ষী দেওয়ার জন্য ঢাকায় অবস্থান করছি। খবর পেয়ে কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, হামলার অভিযোগের সময়ের সব ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগামি ৭ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জে আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

ভিডিও লিংক