নোয়াখালী ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে আলু সিন্ডিকেট ভাঙতে ভোক্তাদের মানববন্ধন

নোয়াখালী প্রিতিনিধি
  • আপডেট সময় ০৩:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / ১২৫৬ বার পড়া হয়েছে

নোয়াখালীতে আলু সিন্ডিকেট ভাঙতে ভোক্তাদের মানববন্ধন।

নোয়াখালীতে ‘রক্তচোষা’ আখ্যা দিয়ে আলু সিন্ডিকেট ভাঙতে ভোক্তাদের পক্ষে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। এসময় সিন্ডিকেটের মূল হোতাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

সোমবার (১৮ নভেম্বর) সকালে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালিত হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাঈলের কাছে স্মারকলিপি প্রদান করেছে সংগঠন দু’টির প্রতিনিধিরা। এ ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সিওয়াইবির নোয়াখালী সরকারি কলেজ শাখার সদস্য মাজহারুল ইসলাম রাকিব বলেন, দূর্বল বাজার মনিটরিংয়ের ফলে আলু সিন্ডিকেট ভোক্তাদের জিম্মি করে প্রচুর অর্থ হাতিয়ে নিচ্ছে। এর প্রতিবাদে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মানববন্ধনে সিওয়াইবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার সভাপতি মাহমুদুল হাসান আরিফের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবির সমন্বয়ক মো. মুহসিন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি ভিপি মো. ফাহাদ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিওয়াইবি সদস্য হোসাইন আহমেদ প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাঈল বলেন, আলু সিন্ডিকেটের বিরুদ্ধে স্মারকলিপি পেয়েছি। বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনে বাজার মনিটরিং সেল কাজ করছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে আলু সিন্ডিকেট ভাঙতে ভোক্তাদের মানববন্ধন

আপডেট সময় ০৩:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

নোয়াখালীতে ‘রক্তচোষা’ আখ্যা দিয়ে আলু সিন্ডিকেট ভাঙতে ভোক্তাদের পক্ষে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। এসময় সিন্ডিকেটের মূল হোতাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

সোমবার (১৮ নভেম্বর) সকালে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালিত হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাঈলের কাছে স্মারকলিপি প্রদান করেছে সংগঠন দু’টির প্রতিনিধিরা। এ ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সিওয়াইবির নোয়াখালী সরকারি কলেজ শাখার সদস্য মাজহারুল ইসলাম রাকিব বলেন, দূর্বল বাজার মনিটরিংয়ের ফলে আলু সিন্ডিকেট ভোক্তাদের জিম্মি করে প্রচুর অর্থ হাতিয়ে নিচ্ছে। এর প্রতিবাদে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মানববন্ধনে সিওয়াইবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার সভাপতি মাহমুদুল হাসান আরিফের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবির সমন্বয়ক মো. মুহসিন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি ভিপি মো. ফাহাদ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিওয়াইবি সদস্য হোসাইন আহমেদ প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাঈল বলেন, আলু সিন্ডিকেটের বিরুদ্ধে স্মারকলিপি পেয়েছি। বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনে বাজার মনিটরিং সেল কাজ করছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।