নোয়াখালীতে ডিজিআরএস কমিটির সভা, প্রকল্পে সাফল্যের প্রশংসা
- আপডেট সময় ০২:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ১২৭৩ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলার অভিযোগ প্রতিকার ব্যবস্থা (Distrct Grievance Redress Committee -DGRC) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টায় এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের নোয়াখালী রিজিওনাল এডভোকেসী কাউন্সিলর ফৌজিয়া নাজনীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রকল্পের ব্রীজ ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, কমিটির সদস্য লায়লা পারভীন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা ও এলজিইডির সার্বিক তত্বাবধানে সাপোটিং রুরাল ব্রীজেস প্রকল্পে নোয়াখালীতে অনেকগুলো ব্রিজের কাজ চলমান আছে। এরই ধারাবাহিকতায় নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় ব্রিজ নির্মাণ হচ্ছে।
তারা আরও বলেন, এখানে কাজের গুণগতমান ঠিক রাখতে বিভিন্ন পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। এ কাজে আরো বেশি স্বচ্ছতা জবাবদিহিতা ও অংশগ্রহণের জন্য স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। কোন সমস্যা উপজেলা পর্যায়ে সমাধান না হলে তা ডিজিআরএস কমিটিতে পাঠিয়ে সমাধানের চেষ্টা করতে হবে।
সভায় এলজিইডি নোয়াখালী রিজিওনের এডভোকেসী কাউন্সিলর ফৌজিয়া নাজনীন বলেন, নোয়াখালীর দক্ষ নির্বাহী প্রকৌশলীর নেতৃত্ব আমরা প্রকল্পের কাজগুলো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি।
প্রকল্পের ব্রীজ ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন বলেন, কাজের গুণগতমান বজায় রাখতে আমরা শতভাগ চেষ্টা করে যাচ্ছি।
কমিটির সদস্য নারী নেত্রী লায়লা পারভীন বলেন, সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় এ প্রকল্পের কাজ সুন্দর হচ্ছে এবং নারী শ্রমিকদের অংশগ্রহণ প্রকল্পটিকে আরও সমাদৃত করেছে।
নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, আমরা শতভাগ চেষ্টা করছি যাতে আমাদের প্রকল্পের কাজে যেন কোন রকম সমন্বয়হীন না হয়। পরামর্শকসহ সকলের সমন্বয় থাকলে আরো বেশি অর্জন সম্ভব। তবে আমি এ সভার মাধ্যমে এডভোকেসী কাউন্সিলর ফৌজিয়া নাজনীনকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তিনি কাজগুলোকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিচ্ছেন।