নোয়াখালী আদালতের নতুন পিপি শাহাদৎ, জিপি নুরুল আমিন
- আপডেট সময় ০৮:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ১২৬৬ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে বিএনপিপন্থী আইনজীবী শাহাদৎ হোসেন এবং জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে অ্যাডভোকেট মো. নুরুল আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) চিঠির বিষয়টি নিশ্চিত করেন নতুন নিয়োগপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট শাহাদৎ হোসেন।
তিনি বলেন, রোববার (১০ নভেম্বর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন সই করা চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
একই চিঠিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাডভোকেট মো. সেলিম শাহী, ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাডভোকেট তাফাক্কার হোসেন মো. খায়রুলওয়ালাকে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি) অ্যাডভোকেট মো. খুরশিদ আলম-৩, কাজী জাহাঙ্গীর হোসাইন ও আফাজ উদ্দিন আহমাদকে নিয়োগ দেওয়া হয়েছে।
এরসঙ্গে জেলা ও দায়রা জজ আদালতের আটজন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, ৩৩ জন সহকারী পাবলিক প্রসিকিউটর এবং জেলা জজ আদালতে ২৬ জন সহকারী সরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে।
পিপি অ্যাডভোকেট শাহাদৎ হোসেন বলেন, আমি সকলের দোয়া চাই। আমি যেন জেলার ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।