চাটখিল মুদি ব্যবসায়ী সমিতি
সভাপতি-সেক্রেটারির সমান ভোট, ‘সম্প্রীতির টসে’ জয় নির্ধারণ
- আপডেট সময় ০৬:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ১২৬৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর চাটখিলে মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সমান ভোট পাওয়ার ঘটনা ঘটেছে। পরে ‘সম্প্রীতির টসে’ দুই পদে জয় নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) পৌর বাজারের কুটুম ঘর কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৬৭জন ভোটার গোওন ব্যালটে তাদের ভোট প্রয়োগ করেন।
এতে সভাপতি পদে নজির মোল্লা ও হাজি নুরনবী ২৮ ভোট করে এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান ও মনির হোসেন দুজনেই ৩০ ভোট করে পান।
নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা গোলাম কিবরিয়া মিঠু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরে সবার সম্মতিতে ‘সম্প্রীতির টস’ দেওয়া হয়েছে। এতে নাম উঠা নজির মোল্লাকে সভাপতি ও আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
অন্যান্য পদের বিজয়ীরা হলেন, সহসভাপতি মো. সুমন, সহ-সাধারণ সম্পাদক মো. বদরুদ্দোজা, কোষাধ্যক্ষ মাহফুজ আলম হেলাল, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, সদস্য মনজুর আলম, মো. আলমগীর ও মনির হোসেন।
বাজারের ব্যবসায়ী আবুল কালাম বলেন, উৎসবমুখর পরিবেশে সবাই নির্বাচন উপভোগ করেছি। সভাপতি-সাধারণ সম্পাদকে ভোট সমান সমান হওয়ায় সবার মাঝে উৎকন্ঠা বিরাজ করে। পরে সম্প্রীতির মাধ্যমে টস দিয়ে সকলে জয়-পরাজয় মেনে নিয়েছে।
নির্বাচনে সভাপতি পদে টস জিতে নজির মোল্লা বলেন, এটি আল্লাহ আমার কপালে লিখে রেখেছিলেন। ভোটাররা আমার প্রতিদ্বন্দ্বীকেও যোগ্য মনে করেছেন। আমি সবার সহযোগিতা নিয়ে ব্যবসায়ীদের জন্য সুন্দর পরিবেশ গড়ে তোলার চেষ্টা করবো।
নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ডালিম বলেন, অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সদস্যদের সহযোগিতা ছিল উল্লেখ করার মতো।