নোয়াখালী ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সূবর্ণচরে স্কুলছাত্রীকে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

সূবর্ণচর সংবাদদাতা
  • আপডেট সময় ০৮:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / ১২৭০ বার পড়া হয়েছে

oplus_0

নোয়াখালীর সূবর্ণচরে স্কুলছাত্রী মাসুমা আতিয়া জিন্নাত ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীরা এ কর্মসূচী পালন করে। আহত মাসুমা আতিয়া জিন্নাত ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, গত ৪ নভেম্বর দুপুরে বিদ্যালয় থেকে বাড়িতে ফিরলে স্থানীয় সাইফুল ইসলাম ও তার সহযোগিরা জিন্নাতকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালায়। তাকে বাঁচাতে গেলে পরিবারের সদস্যদেরকেও আহত করা হয়। পরে জরুরী সেবা ৯৯৯-এ দিলে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। জিন্নাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

মানববন্ধনে ছাত্রকল্যাণ সংগঠনের সভাপতি আব্দুর রহমান বলেন, বর্তমান স্বাধীন দেশে শিক্ষার্থীরা নিরাপদ না থাকা মানে আমরা এখনো পুরো স্বাধীন হতে পারিনি। জিন্নাত ও তার পরিবারের ওপর হামলাকারী সন্ত্রাসী সাইফুলসহ সকল আসামিকে গ্রেফতারে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দিবে ছাত্র-জনতা।

শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাই।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, পারিবারিক বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। চারজনকে আসামিকে করে মামলা দায়েরের পর পুলিশ দুই আসামিকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

সূবর্ণচরে স্কুলছাত্রীকে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৮:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

নোয়াখালীর সূবর্ণচরে স্কুলছাত্রী মাসুমা আতিয়া জিন্নাত ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীরা এ কর্মসূচী পালন করে। আহত মাসুমা আতিয়া জিন্নাত ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, গত ৪ নভেম্বর দুপুরে বিদ্যালয় থেকে বাড়িতে ফিরলে স্থানীয় সাইফুল ইসলাম ও তার সহযোগিরা জিন্নাতকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালায়। তাকে বাঁচাতে গেলে পরিবারের সদস্যদেরকেও আহত করা হয়। পরে জরুরী সেবা ৯৯৯-এ দিলে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। জিন্নাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

মানববন্ধনে ছাত্রকল্যাণ সংগঠনের সভাপতি আব্দুর রহমান বলেন, বর্তমান স্বাধীন দেশে শিক্ষার্থীরা নিরাপদ না থাকা মানে আমরা এখনো পুরো স্বাধীন হতে পারিনি। জিন্নাত ও তার পরিবারের ওপর হামলাকারী সন্ত্রাসী সাইফুলসহ সকল আসামিকে গ্রেফতারে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দিবে ছাত্র-জনতা।

শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাই।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, পারিবারিক বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। চারজনকে আসামিকে করে মামলা দায়েরের পর পুলিশ দুই আসামিকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।