নোয়াখালী ০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বেগমগঞ্জ

ধর্ষণে ব্যর্থ হয়ে চাচিকে হত্যা, ছাত্রলীগ নেতার ফাঁসি দাবি

বেগমগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ১২৭৩ বার পড়া হয়েছে

মানববন্ধন ও অভিযুক্ত আকাশ।

নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে চাচিকে হত্যার অভিযোগ উঠেছে ইমরান খান আকাশ (২৬) নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (৩ নভেম্বর) দুপুরে কুতুবপুর ইউনিয়নের হাসপাতারের টেক এলাকায় যুব সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে অভিযুক্ত ইমরান খানকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা।

এরআগে বুধবার (৩০ অক্টোবর) রাতে কুতুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। শনিবার (২ নভেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

অভিযুক্ত ইমরান খান একই ইউনিয়নের জাহাঙ্গীর আলম মানিকের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওয়ার্ডের কমিটির সহ-সভাপতি।

খোঁজ নিয়ে জানা গেছে, তিন কন্যার জননী ওই নারী (৪৬) সম্পর্কে ইমরান খানের আপন চাচি। আটমাস আগে তার স্বামী মারা যান। বুধবার রাতে অভিযুক্ত ইমরান তার সহযোগীদের নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

মানববন্ধনে কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহ, সমাজসেবক জাহাঙ্গীর আলম হিরনসহ এলাকার লোকজন ও নিহতের তিন মেয়ে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহ বলেন, ‘স্বামীহারা ওই নারীকে হত্যার দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার ইমরান খান আকাশকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করতে হবে। অন্যথায় ওই নারীর আত্মা শান্তি পাবে না।’

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, এলাকাবাসীর প্রতিবাদের বিষয়টি শুনেছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

বেগমগঞ্জ

ধর্ষণে ব্যর্থ হয়ে চাচিকে হত্যা, ছাত্রলীগ নেতার ফাঁসি দাবি

আপডেট সময় ০৯:০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে চাচিকে হত্যার অভিযোগ উঠেছে ইমরান খান আকাশ (২৬) নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (৩ নভেম্বর) দুপুরে কুতুবপুর ইউনিয়নের হাসপাতারের টেক এলাকায় যুব সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে অভিযুক্ত ইমরান খানকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা।

এরআগে বুধবার (৩০ অক্টোবর) রাতে কুতুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। শনিবার (২ নভেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

অভিযুক্ত ইমরান খান একই ইউনিয়নের জাহাঙ্গীর আলম মানিকের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওয়ার্ডের কমিটির সহ-সভাপতি।

খোঁজ নিয়ে জানা গেছে, তিন কন্যার জননী ওই নারী (৪৬) সম্পর্কে ইমরান খানের আপন চাচি। আটমাস আগে তার স্বামী মারা যান। বুধবার রাতে অভিযুক্ত ইমরান তার সহযোগীদের নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

মানববন্ধনে কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহ, সমাজসেবক জাহাঙ্গীর আলম হিরনসহ এলাকার লোকজন ও নিহতের তিন মেয়ে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহ বলেন, ‘স্বামীহারা ওই নারীকে হত্যার দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার ইমরান খান আকাশকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করতে হবে। অন্যথায় ওই নারীর আত্মা শান্তি পাবে না।’

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, এলাকাবাসীর প্রতিবাদের বিষয়টি শুনেছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।