মাইজদীর প্রধান সড়কে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার
- আপডেট সময় ০৯:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
- / ১২৮৩ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলা শহর মাইজদীর প্রধান সড়কে ডাকাতির প্রস্তুতির সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজসহ একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ সুধারাম মডেল থানায় সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার কূশাখালীর ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কল্যাণপুর গ্রামের তসির আহাম্মদের ছেলে মো. ইউসুফ প্রকাশ কালা (৩৪), নোয়াখালীর বেগমগঞ্জ থানার কেন্দুরবাগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর ওয়ারিশপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. উজ্জল মিয়া (৩২) ও সোনাইমুড়ী থানার বারাইয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারাইয়াপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আবদুল মান্নান সোহাগ প্রকাশ বদ্দা (৩০)।
পুলিশ জানায়, গোপন তথ্যে খবর পেয়ে মাইজদীর প্রধান সড়কে ঘেরাও করে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এসময় আরও দুই আসামি পালিয়ে যায়। গ্রেপ্তারদের মধ্যে মো. ইউসুফ প্রকাশ কালা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে নোয়াখালীসহ আশপাশের বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতি আইনে আটটি মামলা রয়েছে। এছাড়া অন্য আসামিদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে পৃথক ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আদালতের পরিদর্শক মো. শাহ আলম বলেন, বুধবার সন্ধ্যায় আসামি মো. উজ্জল মিয়া চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. জাকির হোসাইনে কাছে ১৬৪ ধারায় ডাকাতির প্রস্তুতির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।