নোয়াখালী ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ ::
‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’ কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলামের বিরুদ্ধে ‘পোস্টার ষড়যন্ত্রের’ অভিযোগ মাইজদীর প্রধান সড়কে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার দাগনভূইয়ায় জিআরএস কমিটির সভা অনুষ্ঠিত বিএনপি কর্মীদের ঝাড়ু মিছিলে নেতাদের হামলা, থানায় মামলা কোম্পানীগঞ্জে বিএনপি নেতাদের গালে জুতা মারার মিছিল চৌমুহনীতে হসপিটালের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ বিএনপির নবনির্বাচিত যুগ্ম-মহাসচিব এ্যানীকে মেট্রো হোমস চেয়ারম্যানের শুভেচ্ছা নোয়াখালীতে ৩৪ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার নোবিপ্রবির সঙ্গে ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই

কোম্পানীগঞ্জ

বিএনপি কর্মীদের ঝাড়ু মিছিলে নেতাদের হামলা, থানায় মামলা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:৪০:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • / ১২৭৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পকেট কমিটির’ প্রতিবাদে কর্মীদের ঝাড়ু মিছিলে হামলা চালিয়েছে বিএনপি নেতারা। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতান মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। এরআগে শুক্রবার (৫ জুলাই) বিকেলে চরকাঁকড়া ইউনিয়নের রূপনগরে ওই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার ও সদস্য সচিব মাহমুদুর রহমান নেতাকর্মীদের সঙ্গে আলোচনা না করে গত ২৮ জুন চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির ‘পকেট কমিটি’ ঘোষণা করেন। এতে মোশারেফ হোসেন বাহারকে সভাপতি ও বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ওই কমিটি বাতিলের দাবিতে শুক্রবার (৫ জুলাই) বিকেলে রূপনগরে ঝাড়ু মিছিল বের করলে নতুন কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের নেতৃত্বে ২০-২৫ জন হামলা চালায়।

এতে ইউনিয়ন বিএনপি নেতা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রধান সহকারী মো. ফারুক আজাদ (৪০) ও প্ল্যানিং ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্কার্স বিভাগের পাম্প অপারেটর শেখ আব্দুল্লাহ স্বপন (৩৫) আহত হয়। তাদেরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেখ আব্দুল্লাহ স্বপন বলেন, আমরা দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের দেখে দাঁড়িয়েছিলাম। হঠাৎ বিএনপি নেতা বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল উশৃংখল যুবক হামলা চালিয়ে অতর্কিত মারধর শুরু করে। এতে আমিসহ কয়েকজনের মাথা-কপাল ফেটে যায়। এ বিষয়ে আমি কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছি।

অভিযুক্ত বেলায়েত হোসেন বলেন, আমাদের ঘোষিত কমিটির বিরুদ্ধে ওরা ঝাড়ু মিছিল বের করতে চেয়েছিল। আমাদের লোকজন গিয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। লাঠির আঘাতে কেউ আহত হয়ে থাকতে পারে।

উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন, কমিটির বিরুদ্ধে কারো কোনো কথা থাকলে তারা আমাদের জানাতে পারতো। প্রতিবাদ মিছিল করার খবরে উত্তেজিন কর্মীরা গিয়ে বাধা দিয়েছে বলে শুনেছি।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতান বলেন, শেখ আবদুল্লাহ স্বপনের অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

কোম্পানীগঞ্জ

বিএনপি কর্মীদের ঝাড়ু মিছিলে নেতাদের হামলা, থানায় মামলা

আপডেট সময় ০৯:৪০:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পকেট কমিটির’ প্রতিবাদে কর্মীদের ঝাড়ু মিছিলে হামলা চালিয়েছে বিএনপি নেতারা। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতান মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। এরআগে শুক্রবার (৫ জুলাই) বিকেলে চরকাঁকড়া ইউনিয়নের রূপনগরে ওই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার ও সদস্য সচিব মাহমুদুর রহমান নেতাকর্মীদের সঙ্গে আলোচনা না করে গত ২৮ জুন চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির ‘পকেট কমিটি’ ঘোষণা করেন। এতে মোশারেফ হোসেন বাহারকে সভাপতি ও বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ওই কমিটি বাতিলের দাবিতে শুক্রবার (৫ জুলাই) বিকেলে রূপনগরে ঝাড়ু মিছিল বের করলে নতুন কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের নেতৃত্বে ২০-২৫ জন হামলা চালায়।

এতে ইউনিয়ন বিএনপি নেতা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রধান সহকারী মো. ফারুক আজাদ (৪০) ও প্ল্যানিং ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্কার্স বিভাগের পাম্প অপারেটর শেখ আব্দুল্লাহ স্বপন (৩৫) আহত হয়। তাদেরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেখ আব্দুল্লাহ স্বপন বলেন, আমরা দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের দেখে দাঁড়িয়েছিলাম। হঠাৎ বিএনপি নেতা বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল উশৃংখল যুবক হামলা চালিয়ে অতর্কিত মারধর শুরু করে। এতে আমিসহ কয়েকজনের মাথা-কপাল ফেটে যায়। এ বিষয়ে আমি কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছি।

অভিযুক্ত বেলায়েত হোসেন বলেন, আমাদের ঘোষিত কমিটির বিরুদ্ধে ওরা ঝাড়ু মিছিল বের করতে চেয়েছিল। আমাদের লোকজন গিয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। লাঠির আঘাতে কেউ আহত হয়ে থাকতে পারে।

উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন, কমিটির বিরুদ্ধে কারো কোনো কথা থাকলে তারা আমাদের জানাতে পারতো। প্রতিবাদ মিছিল করার খবরে উত্তেজিন কর্মীরা গিয়ে বাধা দিয়েছে বলে শুনেছি।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতান বলেন, শেখ আবদুল্লাহ স্বপনের অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।