নোয়াখালী ০১:২১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অভিযুক্তরা অধরা

নোয়াখালীতে প্রবাসীকে জিম্মি করে নেওয়া চাঁদা উদ্ধার করলো পুলিশ

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় ১০:১৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • / ১৩৪২ বার পড়া হয়েছে

নোয়াখালীর কবিরহাটে শাহাদাত হোসেন (৩৫) নামে সৌদি ফেরত এক যুবককে জিম্মি করে ২০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে।

অভিযোগ পেয়ে চাঁদার ২০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। তবে এ বিষয়ে আসামি গ্রেফতার বা মামলা রুজু না হওয়ায় ধরা-ছোয়ার বাইরে অভিযুক্তরা। এদিকে আতঙ্কে রয়েছে প্রবাসীর পরিবার।

শুক্রবার (৩১ মে) রাতে বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীনদ্দি গ্রামের নাসিরের টেক এলাকায় এ ঘটনা ঘটে। প্রবাসী শাহাদাত হোসেন ওই এলাকার রবিউল হোসেনের ছেলে।

মঙ্গলবার (৪ জুন) কথা হয় ভুক্তভোগী প্রবাসী শাহাদাত হোসেনের সঙ্গে। তিনি বলেন, দু’সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে আসি। গত শুক্রবার (৩১ মে) রাত ৯টার দিকে এলাকার ওমর ফারুক (২৫), শিপন (২৪), সুজন সোলায়মান (২৫) ও সুমন (২৩) আমাকে ধরে স্থানীয় কাকনের পরিত্যক্ত বাড়িতে নিয়ে মারতে থাকেন।

‘এ সময় তারা প্রাণে বাঁচতে চাইলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। নিরুপায় হয়ে ছেলের চিকিৎসার জন্য ঘরে রাখা ২০ হাজার টাকা তাদের দিয়ে প্রাণে রক্ষা পাই। পরে আরও ৩০ হাজার টাকার জন্য চাপ দিলে থানায় অভিযোগ করি। এখন তারা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন।’

জানতে চাইলে অভিযুক্ত কাকন বলেন, শাহাদাত বিদেশে থাকতে বঙ্গবন্ধুর একটি পোস্টে খারাপ মন্তব্য করেন। এখন সে দেশে আসার পর ঘটনার বিষয়টি আমি শুনেছি। আমাদের নতুন বাড়ির নির্মাণাধীন পরিত্যাক্ত বাড়িতে এ ঘটনা ঘটেছে। এখন স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, প্রবাসীর কাছ থেকে চাঁদা আদায়ের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পুলিশ অভিযান চালিয়ে চাঁদা নেওয়া সেই ২০ হাজার টাকা উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

অভিযুক্তরা অধরা

নোয়াখালীতে প্রবাসীকে জিম্মি করে নেওয়া চাঁদা উদ্ধার করলো পুলিশ

আপডেট সময় ১০:১৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

নোয়াখালীর কবিরহাটে শাহাদাত হোসেন (৩৫) নামে সৌদি ফেরত এক যুবককে জিম্মি করে ২০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে।

অভিযোগ পেয়ে চাঁদার ২০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। তবে এ বিষয়ে আসামি গ্রেফতার বা মামলা রুজু না হওয়ায় ধরা-ছোয়ার বাইরে অভিযুক্তরা। এদিকে আতঙ্কে রয়েছে প্রবাসীর পরিবার।

শুক্রবার (৩১ মে) রাতে বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীনদ্দি গ্রামের নাসিরের টেক এলাকায় এ ঘটনা ঘটে। প্রবাসী শাহাদাত হোসেন ওই এলাকার রবিউল হোসেনের ছেলে।

মঙ্গলবার (৪ জুন) কথা হয় ভুক্তভোগী প্রবাসী শাহাদাত হোসেনের সঙ্গে। তিনি বলেন, দু’সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে আসি। গত শুক্রবার (৩১ মে) রাত ৯টার দিকে এলাকার ওমর ফারুক (২৫), শিপন (২৪), সুজন সোলায়মান (২৫) ও সুমন (২৩) আমাকে ধরে স্থানীয় কাকনের পরিত্যক্ত বাড়িতে নিয়ে মারতে থাকেন।

‘এ সময় তারা প্রাণে বাঁচতে চাইলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। নিরুপায় হয়ে ছেলের চিকিৎসার জন্য ঘরে রাখা ২০ হাজার টাকা তাদের দিয়ে প্রাণে রক্ষা পাই। পরে আরও ৩০ হাজার টাকার জন্য চাপ দিলে থানায় অভিযোগ করি। এখন তারা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন।’

জানতে চাইলে অভিযুক্ত কাকন বলেন, শাহাদাত বিদেশে থাকতে বঙ্গবন্ধুর একটি পোস্টে খারাপ মন্তব্য করেন। এখন সে দেশে আসার পর ঘটনার বিষয়টি আমি শুনেছি। আমাদের নতুন বাড়ির নির্মাণাধীন পরিত্যাক্ত বাড়িতে এ ঘটনা ঘটেছে। এখন স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, প্রবাসীর কাছ থেকে চাঁদা আদায়ের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পুলিশ অভিযান চালিয়ে চাঁদা নেওয়া সেই ২০ হাজার টাকা উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।