বিশ্ব মানবাধিকার দিবসে নোয়াখালী বিএনপির ‘নাগরিক উৎকন্ঠা’ সভা
- আপডেট সময় ০৬:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ১৩৬১ বার পড়া হয়েছে
বিশ্ব মানবাধিকার দিবসে নোয়াখালীতে বিএনপির গুম খুন গায়েবি মামলায় গ্রেফতার নেতাকর্মীর স্বজনদের নিয়ে ‘নাগরিক উৎকন্ঠা’ সভার আয়োজন করা হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) বিকেলে আইনজীবী সমিতির হলরুমে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ওই সভার আয়োজন করে।
এতে পুলিশ ও সরকারি দলের নেতাকর্মীদের হাতে নির্যাতিত পঙ্গু ও হত্যার শিকার ১৫ পরিবারের সদস্যরা তাদের আর্তনাদ তুলে ধরেন।
সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম স্ক্যাচে ভর করে এসে বলেন, আমাকে বিনা কারণে পুলিশ ধরে নিয়ে পায়ে গুলি করে। পরে মিথ্যা মামলায় জেলে পাঠালে বিনা চিকিৎসায় পঙ্গু হয়ে যাই।
র্যাবের গুলিতে নিহত খুরশিদ আলমের স্ত্রী জোহরা বেগম অশ্রুসজল নয়নে বলেন, আমার স্বামী নির্দোষ। বিএনপি করার কারণে র্যাব তাকে ধরে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করেছে। আমি সরকারের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনার বিচার চাই।
এছাড়া বেগমগঞ্জের কারাবন্দী রুমির মা রোকেয়া সুলতানা, উজ্জ্বলের মা লাকি বেগম, কোম্পানীগঞ্জের আবদুল হাইয়ের স্ত্রী জোসনা আক্তার, হামলায় ঘর ভাঙচুরের শিকার মহিলাদল নেত্রী কামরুন নাহারসহ ভুক্তভোগী ১৫ পরিবারের সদস্যরা তাদের নিজ নিজ ঘটনা তুলে ধরেন।
নাগরিক উৎকন্ঠা সভার আহ্বায়ক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাহার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি। উদ্বোধন করেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।
আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের সহধর্মিণী রহিমা শাহজাহান, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টফি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘নাগরিক উৎকন্ঠা’ সভা প্রস্তুতি কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।